ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দিতিপ্রিয়ার অস্ত্রোপচার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৮ অক্টোবর ২০২৫  
দিতিপ্রিয়ার অস্ত্রোপচার

দিতিপ্রিয়া

ভারতের জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘করুণাময়ী রানি রাসমণি’। এ ধারাবাহিকে ‘রানিমা’ চরিত্রে অভিনয় করে খ্যাতি কুড়ান অভিনেত্রী দিতিপ্রিয়া। অনেক দিন ধরে নাকের হাড়ের সমস্যায় ভুগছেন। আজ তার অস্ত্রোপচার হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী। 

দিতিপ্রিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়েছেন। তাতে তিনি লেখেন, “আজ আমার ছোট একটি অস্ত্রোপচার হবে। সম্ভবত, আমি কারো ফোনকল বা মেসেজের উত্তর দিতে পারব না। যদি খুব জরুরি হয়, তবে মেসেজ দিয়ে রাখবেন, আমি পরে যোগাযোগ করব।” 

আরো পড়ুন:

বুধবার (৮ অক্টোবর) আচমকা অস্ত্রোপচারের খবর জানানোর পর দিতিপ্রিয়ার ভক্ত-অনুরাগীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।  

প্রায় দুবছর আগে দিতিপ্রিয়ার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। কিন্তু ব্যস্ততার কারণে তা হয়ে ওঠেনি। এ অভিনেত্রীর মা জানিয়েছেন, প্রতি দিনই শুটিং করছিলেন দিতিপ্রিয়া। কিন্তু শটের ফাঁকে অনেক সময় নাক থেকে রক্ত পড়ছিল। তারপরই এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। খুব যে বড় অস্ত্রোপচার তা নয়। দিতিপ্রিয়া এমনিতে ঠিক আছেন বলেও জানান তিনি। 

দিতিপ্রিয়া অভিনীত ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক নাটকটি এখন টিভিতে প্রচার হচ্ছে। এতে তার বিপরীতে অভিনয় করছেন জীতু কমল।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়