ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দে দে পেয়ার দে টু: টাবুকে খুঁজছেন ভক্তরা, যা বললেন অজয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ১৫ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:৩২, ১৫ অক্টোবর ২০২৫
দে দে পেয়ার দে টু: টাবুকে খুঁজছেন ভক্তরা, যা বললেন অজয়

‘দে দে পেয়ার দে’ সিনেমার পোস্টার

পরিচালক আকিব আলী নির্মিত হিন্দি সিনেমা ‘দে দে পেয়ার দে’। সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করেন অজয় দেবগন, টাবু ও রাকুল প্রীত সিং। ২০১৯ সালের ১৭ মে প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। বক্স অফিসেও দারুণ সাড়া ফেলেছিল সিনেমাটি।

দীর্ঘ পাঁচ বছর পর নির্মিত হয়েছে ‘দে দে পেয়ার দে টু’। আকিব আলীর পরিবর্তে দ্বিতীয় পার্ট পরিচালনা করছেন অংশুল শর্মা। নির্মাতা বদলে গেলেও সিনেমাটিতে ৩৩ বছর বয়সি রাকুলের সঙ্গে ফের জুটি বাঁধবেন ৫৫ বছর বয়সি অজয়। তবে সিনেমাটিতে নেই টাবু। 

আরো পড়ুন:

মঙ্গলবার (১৪ অক্টোবর) জাঁকজমক আয়োজনের মাধ্যমে ‘দে দে পেয়ার দে টু’ সিনেমার ট্রেইলার মুক্তি দেন নির্মাতারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয় দেবগন, আর. মাধবন, রাকুল প্রীত সিং, জাভেদ জাফরি, মিজান জাফরি ও গৌতামী কাপুর। রোমান্টিক-কমেডি ঘরানার সুপারহিট এই সিনেমার সিক্যুয়েল ভক্তদের মধ্যে উচ্ছ্বাস তৈরি করেছে। তবে ট্রেইলার মুক্তির পর একটি প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছে, তা হলো—“টাবু কোথায়?” 

‘দে দে পেয়ার দে’ সিনেমায় অজয় দেবগনের প্রাক্তন স্ত্রী ‘মঞ্জু মেহরা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন টাবু। সিক্যুয়েলে তার অনুপস্থিতি ভক্তদের কৌতূহল বাড়িয়েছে। সকলেরই প্রশ্ন—“এই ফ্র্যাঞ্চাইজিতে কি টাবু আর ফিরবেন না?” এই প্রশ্নের উত্তরে সহ-প্রযোজক লাভ রঞ্জন ইঙ্গিত দিয়েছেন, সিনেমাটির ততৃীয় পার্টে টাবু হয়তো ফিরে আসতে পারেন। 

লাভ রঞ্জন বলেন, “আশা করি, সিনেমাটির তৃতীয় কিস্তি নির্মিত হবে। প্রথম পর্বে আমরা ছেলেটির বাড়িতে গিয়েছিলাম। সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয় পর্বে দুই পরিবারের দেখা হবে। 

প্রযোজক লাভ রঞ্জনের সঙ্গে সুর মিলিয়ে অজয় দেবগন বলেন, “সবকিছু যদি ঠিকঠাক চলে, আর যখন দুই পরিবার দেখা করবে, তখন ও (টাবু) এর অংশ হবে।” 

‘দে দে পেয়ার দে’ সিনেমার গল্প যেখানে শেষ হয়েছিল, সেখান থেকেই শুরু হবে দ্বিতীয় পার্টের গল্প। এতে ২৬ বছর বয়সি আয়েশার প্রেমে পড়বেন ৫০ বছর বয়সি আশীষ। এ দুটো চরিত্রে অভিনয় করছেন অজয় ও রাকুল প্রীত সিং।  

এটি প্রযোজনা করছেন লাভ রঞ্জন, অঙ্কুর গার্গ, ভুষণ কুমার, কৃষ্ণ কুমার। সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ নভেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

তথ্যসূত্র: পিঙ্কভিলা

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়