ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহির সন্তান ফারিশ কার কাছে?

জ্যেষ্ঠ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ১৮ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৩১, ১৮ অক্টোবর ২০২৫
মাহির সন্তান ফারিশ কার কাছে?

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। কয়েক দিন আগে স্বামী রকিব সরকার ও ছেলে ফারিশকে সঙ্গে নিয়ে তোলা কিছু ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন তিনি। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে, আর শুরু হয় নতুন আলোচনা— তাদের সম্পর্ক আসলে কোন অবস্থায়?

মাহি দেড় বছর আগে স্বামী রকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু সাম্প্রতিক ছবি প্রকাশের পর রাইজিংবিডির এই প্রতিবেদককে তিনি স্পষ্ট জানালেন, “আমাদের ডিভোর্স হয়নি। ডিভোর্স না হলে সংসার ভাঙার তো প্রশ্নই আসে না। আমি রাগের মাথায় বিচ্ছেদের কথা বলেছিলাম। এখন নিয়মিত যোগাযোগ হচ্ছে।”

এর পরই প্রশ্ন ওঠে— মাহির সন্তান ফারিশ এখন কার কাছে? মাহি জানান, “তার বাবার কাছেই আছে ফারিশ।”

বর্তমানে মাহি যুক্তরাষ্ট্রে, শোনা যাচ্ছে—রকিব সরকার রয়েছেন ভারতে। বেশ কিছু ভিডিওতে দেখা গেছে, বাবার সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছে ছোট্ট ফারিশ। ফারিশকে নিয়ে এভাবেই চলছে আলোচনার নতুন অধ্যায়।

 

ঢাকা/রাহাত

সর্বশেষ

পাঠকপ্রিয়