ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রশ্ন করবেন না, সব বলে দেব: পরীমণি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৭, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:২৫, ৬ নভেম্বর ২০২৫
প্রশ্ন করবেন না, সব বলে দেব: পরীমণি

পরীমণি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি। সম্প্রতি মালয়েশিয়ায় উদযাপন করেন তার জন্মদিন। গত ২৩ অক্টোবর থেকে টানা ১০ দিনের বিশেষ সফরে দেশটির বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়ান আর উদযাপন করেন। ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে এটি ছিল তার জীবনের প্রথম বিদেশভিত্তিক দীর্ঘ উদযাপন পরিকল্পনা। 

দীর্ঘ সফর শেষে দেশে ফিরেই সাংবাদিক ও সহকর্মীদের জন্য বিশেষ আয়োজন করেন পরীমণি। বুধবার (৫ নভেম্বর) রাজধানীর নোঙর রেস্টুরেন্টে অনুষ্ঠিত সেই আয়োজনে জন্মদিনের আনন্দ ভাগ করে নেন। পাশাপাশি কথা বলেন তার নতুন সিনেমা ‘ডোডোর গল্প’ নিয়েও। 

আরো পড়ুন:

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির অপেক্ষায় থাকা সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমা নিয়ে পরীমণির উত্তেজনা যেন অন্যরকম। তিনি বলেন, “ইনবক্সে সবাই নিউজ পাঠাচ্ছেন যে ‘ডোডোর গল্প’ রিলিজ হচ্ছে। এটা আমার জন্য খুবই এক্সাইটিং একটা ব্যাপার। প্রমোশনটা শুরু হয়ে গেছে, আর সেটা আপনাদের হাত ধরে—এটাই সবচেয়ে আনন্দের।” 

পরীমণির ভাষায়, এই সিনেমা শুধু আরেকটি কাজ নয়, বরং তার জীবনের এক আবেগঘন অধ্যায়। তিনি বলেন, “সিনেমাটিতে বয়সের একটা জার্নি দেখানো হয়েছে—একদম টিনেজ থেকে পঞ্চাশোর্ধ্ব বয়স পর্যন্ত। সেই রূপান্তর দেখাতে নিজেকে সম্পূর্ণভাবে ঢেলে দিতে হয়েছে। লুক, অভিব্যক্তি, আবেগ—সবকিছুতেই আমি আমার সেরাটা দিতে চেয়েছি।” 

হাসতে হাসতে পরীমণি বলেন, “এই লুকটা দেখার জন্য আমি এক্সাইটেড—বিশেষ করে সিনেমার এন্ড পার্টের জন্য।” 

সংবাদ সম্মেলনের একপর্যায়ে পরীমণি যখন সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হচ্ছিলেন, হঠাৎ হেসে বললেন, “প্লিজ, আর কেউ এটা নিয়ে প্রশ্ন করবেন না… আমি কিন্তু সব বলে দেব!” 

সরকারি অনুদানে নির্মিত ‘ডোডোর গল্প’ নিয়ে দর্শক-সমালোচকদের আগ্রহ নতুন নয়। শুটিং শেষ হয়েছিল প্রায় দুই বছর আগে, তবু মুক্তি নিয়ে ছিল নানা জল্পনা-কল্পনা। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে সিনেমাটি শিগগিরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। 

পরীমণির ভাষায়, “এই সিনেমাটি শুধু আমার জন্য নয়, আমার দর্শকদের জন্যও এক আবেগের গল্প হয়ে থাকবে।”

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়