ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পরীমণির পার্টিতে গিয়ে প্রসূনের ‘তিক্ত’ অভিজ্ঞতা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৭, ৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৪৭, ৬ নভেম্বর ২০২৫
পরীমণির পার্টিতে গিয়ে প্রসূনের ‘তিক্ত’ অভিজ্ঞতা

পরীমণি ও প্রসূন আজাদ

জন্মদিন উপলক্ষে টানা উৎসবের মেজাজে রয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেই রাজধানীর পল্লবীতে সাংবাদিক ও সহকর্মীদের জন্য পার্টির আয়োজন করেন এই অভিনেত্রী। তার দাওয়াতে পার্টিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছেন লাক্স তারকা অভিনেত্রী প্রসূন আজাদ। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) প্রসূন আজাদ তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। লেখার শুরুতে এ অভিনেত্রী বলেন, “পরীমণি মানুষদের দাওয়াত দেয়, মানুষজন যায়। যাওয়ার পর অনেকগুলা সান্ডা-পান্ডা লোক দাঁড়ায় থাকে। যারা আপনার হাঁটার রাস্তা আটকে জিজ্ঞেস করবে, “আপনি কে?” 

আরো পড়ুন:

পরীমণি


পার্টির নিরাপত্তাকর্মীদের সমালোচনার পাশাপাশি পরামর্শ দিয়ে প্রসূন আজাদ বলেন, “পরীমণি হয়তো নিজেও জানে না, তার নাম রৌশন করতে যতলোক সে টাকা খরচ করে রেখেছে, তারা প্রত্যেকেই তার গেস্টদের মূলত অপমান করার জন‍্যই কাজ করছে। এই সান্ডাদের কালো রঙের গেঞ্জি এবং প্যান্ট না পরিয়ে হাতে একটা কাগজ-কলম ধরিয়ে দিলে বরং খরচা কম হতো। সাথে আগত অতিথিদেরও অসম্মান হতো না। কাউকে জিজ্ঞেস করার আগে একটা গেস্ট লিস্ট রাখা প্রয়োজন।” 

দুঃখবোধ থেকে পরীমণির উদ্দেশ্যে প্রসূন আজাদ বলেন, “আমি মিডিয়ার কারো দাওয়াতে যাই না। মেট্রোতে করে রিক্সা করে প্রচুর ধকল পেরিয়ে গিয়েছিলাম। কারণ সে আমার পছন্দের মানুষ। পরী তুমি আমাকে লোক দেখানো পার্টিতে ডেকে এদের দিয়ে না জিজ্ঞেস করালেও পারতে, আমি কে?”

প্রসূন আজাদ


পরীমণির দাওয়াতে অনুষ্ঠানে গিয়েছিলেন প্রসূন আজাদ। তা উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, “যেকোনো অনুষ্ঠানে যাওয়া বাচ্চাদের ম‍্যানেজমেন্ট, একজন গৃহিণীর জন‍্য এটা খুব সহজ কাজ না। আমি কে এটা নিয়ে কথা বলার মতো মানুষ আমি এখনো হতে পারি নাই। তাই তোমার সান্ডা-পান্ডাদের নিজের নামটা বলতে পারি নাই। কিন্তু আমি এসেছিলাম এবং চলে গেছি। আবার অন্য কোনো সময়, অন্য কোথাও দেখা হবে।” 

২০১২ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে গিয়াসউদ্দিন সেলিমের ‘অবগুণ্ঠন’ নাটকে অভিনয় করেন প্রসূন। পরবর্তীতে এ পরিচালকের সঙ্গে ক্যামেরার পেছনে কাজ করেন। ‘মনপুরা’ চলচ্চিত্রে তিনি সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন।

প্রসূন আজাদ


যদিও মডেলিং ও অভিনয়ে বেশি সময় দিয়েছেন প্রসূন। শফিকুল ইসলাম খানের ‘অচেনা হৃদয়’ প্রসূনের অভিষেক চলচ্চিত্র। পরবর্তীতে তিনি অভিনয় করেন ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মুসাফির’, ‘পদ্মপুরাণ’ চলচ্চিত্রে। তবে এখন অভিনয় থেকে দূরে রয়েছেন। স্বামী-সন্তান নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভনেত্রী। 

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়