ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাকিবকে নিয়ে প্রশ্নে কৌশলী বুবলী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৬, ৮ নভেম্বর ২০২৫
শাকিবকে নিয়ে প্রশ্নে কৌশলী বুবলী

বুবলী, শাকিব

দেশের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে কাজ করা মানেই যেন রাতারাতি আলোচনায় উঠে আসা। এমন বহু নায়িকার ক্যারিয়ারেই এই নায়কের সঙ্গে পর্দা ভাগাভাগি ছিল এক মোড় ঘোরানো অধ্যায়। ২০১৬ সালে সংবাদপাঠিকা থেকে নায়িকা হয়ে বড় পর্দায় অভিষেক ঘটে শবনম বুবলীর। শাকিব খানের বিপরীতে জুটি বেঁধেই তিনি একে একে প্রায় ডজনখানেক সিনেমায় অভিনয় করে দ্রুতই হয়ে ওঠেন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম আলোচিত মুখ।

তবে দীর্ঘদিন ধরেই পর্দায় দেখা যাচ্ছে না শাকিব-বুবলী জুটিকে। এ দুই তারকার মধ্যে ব্যক্তিগত ও পেশাগত নানা গুঞ্জনও ঘুরে বেড়িয়েছে শোবিজপাড়ায়।

আরো পড়ুন:

সম্প্রতি নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর মহরতে সাংবাদিকদের মুখোমুখি হন বুবলী। সেখানে শাকিব খান প্রসঙ্গ উঠতেই এক প্রশ্ন ঘুরে আসে— “শাকিব খানের সঙ্গে কাজ করার সময় অন্য শিল্পীর সঙ্গে কাজ করতে গিয়ে কি কখনও বাধার মুখে পড়েছেন?”

প্রশ্নটি শুনে হালকা হাসলেন বুবলী। তবে উত্তরটি দিলেন বেশ কৌশলে। তিনি বলেন, “আসলে শাকিব-বুবলী জুটি বরাবরই দর্শকদের প্রিয়। দর্শকদের ভালোবাসা সবসময় ছিল, আছে এবং থাকবে। আমরা শিল্পীরা সবাই নিজ নিজ সত্তা নিয়ে কাজ করি। অন্য শিল্পীর সঙ্গে কাজ করলে দর্শক সেটাও নিজেদের মতো করে গ্রহণ করেন।”

এর আগে যুক্তরাষ্ট্র সফরে ছিলেন বুবলী। সেখানেই শাকিব খান ও বুবলীকে এক ফ্রেমে দেখা যায়, যা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ঢাকা/রাহাত/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়