ঢাকা     বুধবার   ২৪ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ইন্ডাস্ট্রির পোস্টমর্টেম

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৩, ২৪ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৪৯, ২৪ ডিসেম্বর ২০২৫
বলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ইন্ডাস্ট্রির পোস্টমর্টেম

ছবির কোলাজ

ভারতীয় চলচ্চিত্র শিল্প চলতি বছরের প্রথম ছয় মাসে বক্স অফিসে বেশ ভালো সময় কাটিয়েছে। বলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির রেখাচিত্র দেখে এমনটাই বোঝা যায়। বড় বাজেটের বহু প্রতীক্ষিত সিনেমাগুলো মুখ থুবড়ে পড়েছে, মাঝারি বাজেটের সিনেমাগুলো হিট হয়েছে। আর মহামারির সময়ে হারিয়ে যাওয়া বেশ কিছু ঘরানার সিনেমা পুনরায় জোরালোভাবে ফিরেছে। বলিউড, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির পোস্টমর্টের রিপোর্ট দেখে নেওয়া যাক—

বলিউড
গত বছরের শেষে বাণিজ্য বিশ্লেষকরা ২০২৫ সালের প্রথমার্ধের বলিউডের সম্ভাব্য ব্লকবাস্টার সিনেমার তালিকা করেছিলেন। এ তালিকার শীর্ষে ছিল—সালমান খানের ‘সিকান্দার’ সিনেমা। ঈদ উপলক্ষে চলতি বছরের ৩০ মার্চ মুক্তি পায় সিনেমাটি। এ আর মুরুগাদোস পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেন সাজিদ নাদিয়াদওয়ালা। কিন্তু মুক্তির পর বক্স অফিসে সিনেমাটির ভরাডুবি হয়। কিন্তু একই সময়ে যে সিনেমা সব পূর্বানুমান ভেঙে দিয়ে সর্বকালের অন্যতম সর্বোচ্চ আয়কারী সিনেমার একটি হয়ে উঠে, তা হলো ভিকি কৌশলের ‘ছাবা’। সম্ভাজি মহারাজের জীবনীভিত্তিক এই সিনেমা পরিচালনা করেন লক্ষ্মণ উতেকার। দীনেশ বিজন প্রযোজিত এ সিনেমা নির্মাণে ব্যয় হয় ১৪০ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে প্রায় ৬০০ কোটি রুপি (নিট) আয় করে; যা পূর্বের ব্লকবাস্টার অনেক সিনেমার রেকর্ড ভেঙে দেয়। রেকর্ড ভাঙার তালিকায় শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমাও রয়েছে।

আরো পড়ুন:

চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বলিউড সিনেমার মধ্যে এখন পর্যন্ত ‘ছাবা’ সবচেয়ে বড় হিট সিনেমা। তবে এই অবস্থান রণবীর সিংয়ের কাছে হারানোর জোরালো সম্ভাবনা রয়েছে। কারণ বছরের শেষের দিকে ‘ধুরন্ধর’ নিয়ে পর্দায় হাজির হয়ে কাঁপিয়ে দিয়েছেন বক্স অফিস। এ বছরে এটি তার প্রথম সিনেমা। শুরুতেই বক্স অফিসে ঝড় তুলেন এই নায়ক। ১৬ দিনে ভারতীয় বক্স অফিসে ৫১৭ কোটি রুপির (নিট) বেশি আয় করেছে; ফলে এটা নিয়েও আশার সঞ্চার হয়েছে বলিউড সিনেমাপ্রেমীদের মাঝে। তবে শেষ পর্যন্ত এই ঝড় কতটা বইয়ে নিয়ে যেতেন পারবেন তা সময় জবাব দেবে।  

হিট সিনেমার পরের তালিকায় রয়েছে—অজয় দেবগনের ‘রেইড টু’ (১৭৩ কোটি রুপি), আমির খানের ‘সিতারে জমিন পার’। মুক্তির পর আমির খানের সিনেমার দৌড় ধীর গতিতে শুরু হলেও সপ্তাহান্তে দারুণ ব্যবসা করে। সর্বশেষ সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৫–১৮০ কোটি রুপি। করোনা সংকটের পর ড্রামা ঘরানার সিনেমার মধ্যে এটির বড় জয়।  

বলিউডের অন্যতম জনপ্রিয় কমেডি সিনেমা ফ্র্যাঞ্চাইজি হাউজফুল। এ সিনেমার পঞ্চম কিস্তি ‘হাউজফুল ফাইভ’। অক্ষয় কুমার অভিনীত এ সিনেমা ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পায়। ঈদ উইকেন্ডে সিনেমাটির শুরু ভালো হয়েছিল। সিনেমাটির মোট আয় দাঁড়ায় ১৮০ কোটি রুপি (নিট)। অক্ষয় কুমার অভিনীত ‘কেসরি চ্যাপ্টার টু’ সিনেমার প্রচার মুখে মুখে ছিল। এ সিনেমাটি ঘরে তুলেছে ৯০ কোটি রুপি (নিট)। একই পরিমাণ আয় করেছে সানি দেওলের ‘জট’ সিনেমা। এর মোট আয় দাঁড়িয়েছে ৮৮ কোটি রুপি (নিট)। 

চলতি বছরের দ্বিতীয়ার্ধে আশা জাগায় ‘ওয়ার টু’ সিনেমা। অয়ন মুখার্জি নির্মিত এ সিনেমায় অভিনয় করেন হৃতিক রোশান, জুনিয়র এনটিআরের মতো তারকা। গত ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। সিনেমাটি আয় করে ২৩৬ কোটি রুপির (নিট) বেশি। এরপর রয়েছে আয়ুষ্মান খুরানা, রাশমিকা মান্দা অভিনীত ‘থাম্মা’, অক্ষয় কুমারের ‘জলি এলএলবি থ্রি’, আলিয়া ভাটের ‘শরভরি আলফা’। 

তেলেগু
রাম চরণ অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমা দিয়ে সংক্রান্তিতে বছর শুরু হয়। কিন্তু শঙ্করের নির্মিত এই সিনেমা ব্যর্থ হয়। ভারতে এটি আয় করে ১৩১.২ কোটি রুপি (গ্রস)। তবে কিছু সিনেমা এই পরিস্থিতি সামলেছে। এ তালিকায় রয়েছে ‘সংক্রান্তিকি বাস্থুনাম’ সিনেমা। অনীল রবিপুড়ি নির্মিত অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমায় অভিনয় করেন দাগুবতি ভেঙ্কটেশ, ঐশ্বরিয়া রাজেশ। এ সিনেমা ভারতে আয় করে ১৮৭ কোটি রুপি (গ্রস)। অল্প সময়ের মধ্যে এটি ব্লকবাস্টার তকমা পেয়ে যায়। এরপর ছিল নান্দামুরি বালাকৃষ্ণা ও উর্বশী রাউতেলার ‘ডাকু মহারাজ। এটি বক্স অফিসে আয় করে ৯১ কোটি রুপি (নিট)। জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য–সাই পল্লবীর ‘থান্ডেল’ সিনেমাও ভালো সাড়া ফেলেছিল। এটি আয় করে ৬৬ কোটি রুপি (নিট)। অন্যান্য উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে—সাইলেশ কোলানুর ‘হিট: দ্য থার্ড কেস’ ৮০.৯৭ কোটি রুপি (নিট) এবং শেখর কামুলার ‘কুবেরা’। নানি অভিনীত এই সিনেমা আয় করে ৯০.৮ কোটি রুপি (নিট)।

চলতি বছরে সবচেয়ে বড় চমক আসে ছোট বাজেটের সিনেমা থেকে। রাম জগদীশ নির্মিত ‘কোর্ট: স্টেট ভার্সেস আ নোবডি’ আয় করে ৪০.৭ কোটি রুপি (নিট)। কল্যাণ শঙ্কর নির্মিত কমেডি সিনেমা ‘ম্যাড স্কয়ার’। এটি আয় করে ৫০.১২ কোটি রুপি (নিট)। মুকেশ কুমার সিং নির্মিত ‘কানাপ্পা’ সিনেমার দিকে সবার দৃষ্টি ছিল। কারণ প্যান-ইন্ডিয়ার এ সিনেমায় অভিনয় করেন—মোহনলাল, প্রভাস, অক্ষয় কুমারের মতো তারকারা। কিন্তু তারকাবহুল এ সিনেমা সবাইকে হতাশ করে। ২৭ জুন মুক্তির পর সিনেমাটি মোট আয় করে মাত্র ২৮.৬ কোটি রুপি (নিট)।  

বছরের দ্বিতীয়ার্ধে আশার কেন্দ্রবিন্দু ছিল—বিজয় দেবরকোন্ডার ‘কিংডম’, পবন কল্যাণের ‘হরি হারা বীরা মালু, সিধুর ‘তেলুসু কাডা’। কিন্তু সবকটি সিনেমাই হতাশ করে দর্শকদের। তবে বছর শেষে এই হতাশা খানিকটা লাগব করে ‘মিরাই’, ‘হিট: দ্য থার্ড কেস’। ‘মিরাই’ সিনেমায় অভিনয় করেন তেজা সাজ্জা, শ্রিয়া সরনের মতো তারকারা। ভারতীয় বক্স অফিসে এটি আয় করে ৯৪.৮৬ কোটি রুপি (নিট)। ‘হিট: দ্য থার্ড কেস’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন জনপ্রিয় নায়ক নানি। ভারতীয় বক্স অফিসে এটি আয় করে ৮০.৯৭ কোটি রুপি (নিট)। দুটো সিনেমাই সুপারহিট তকমা কুড়িয়েছে। 

মালায়ালাম
মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে চলতি বছরটি ছিল থ্রিলার ঘরানার সিনেমার সোনালি সময়। জানুয়ারি মাসে জোফিন টি. চাসকো নির্মিত ‘রেখাচিত্রম’ সিনেমা দিয়ে বছরের ভালো সূচনা হয়। তবে মূল চমক আসে মোহনলালের ‘তুদারাম’ সিনেমা দিয়ে। তরুণ মূর্তি পরিচালিত এই সিনেমা কেরালা থেকে প্রথমবারের মতো ১০০ কোটি রুপি আয় করে; যা সর্বকালের সর্বোচ্চ মালায়ালাম সিনেমার আয়। সারা ভারত মিলিয়ে সিনেমাটির মোট আয় দাঁড়ায় ১২২ কোটি রুপি। মোহনলালের আরেক ব্লকবাস্টার ‘এল২: এম্পুরান’ সিনেমা আয় করে ১০৬ কোটি রুপি। 

আগস্টের শেষের দিকে মুক্তি পায় ডমিনিক অরুণ নির্মিত ‘লোখা চ্যাপ্টার-১: চন্দ্রা’ সিনেমা। সুপারহিরো ঘরানার সিনেমাটি বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। দুলকার সালমান প্রযোজিত এই সিনেমা ভারতীয় বক্স অফিসে আয় করে ১৫৭.০১ কোটি রুপি (নিট)। অক্টোবরের শেষে মুক্তি পায় প্রণব মোহনলাল অভিনীত ‘ডায়েস ইরা’। ২৪ কোটি রুপি বাজেটের এ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। রাহুল সদাশিবম নির্মিত সিনেমাটি ভারতীয় বক্স অফিসে আয় করে ৪১.৩৫ কোটি রুপি (নিট)। 

কুঞ্চাকো বোবন অভিনীত ‘অফিসার অন ডিউটি’ সিনেমা আয় করে ৩১ কোটি রুপি। একজন পুলিশ অফিসারের গল্প নিয়ে নির্মিত সিনেমাটি বেশ কিছু থ্রিলার ঘরানার সিনেমার রেকর্ড ভেঙে দেয়। বছরের সবচেয়ে বেশি আয় করা পাঁচ সিনেমার মধ্যে একমাত্র কমেডি সিনেমা হলো—‘আলাপ্পুঝা জিমখানা’। এটি পরিচালনা করেন নলসেন। অ্যান্টি-স্পোর্টস ড্রামা ঘরানার এ সিনেমা আয় করে ৪৪ কোটি রুপির বেশি। বছর শেষে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘কলমকাবল’ সিনেমা। মাম্মতি অভিনীত এ সিনেমা নির্মাণে ব্যয় হয় ২৫ কোটি রুপি। ভারতীয় বক্স অফিসে এটি আয় করে ৩৫.২৪ কোটি রুপি (নিট)। তাছাড়াও তোভিনোর ‘নারিভেটা’, দিলীপের পারিবারিক-কমেডি ‘প্রিন্স অ্যান্ড ফ্যামিলি’ সিনেমাও ভালো ব্যবসা করেছে।

তামিল
তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য চলতি বছরটি ছিল জটিল। বড় তারকাদের বেশিরভাগ সিনেমার ভরাডুবি হয়েছে। অজিত কুমারের ‘গুড ব্যাড আগলি’ (নিট আয়: ১৫৩ কোটি রুপি) ছাড়া আর কোনো সুপারস্টারের সিনেমা তেমন সাফল্য পায়নি। এর মধ্যে রয়েছে—অজিতের ‘বিদামুইয়ার্চি’, কামাল হাসানের ‘থাগ লাইফ’, সুরিয়ার ‘রেট্রো’, ধানুশের ‘কুবেরা’ (যদিও তেলেগুতে এটি হিট সিনেমা)। তবে ছোট বাজেটের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়েছে। প্রদীপ রঙ্গনাথনের ‘ড্রাগন’ সিনেমা বছরের অন্যতম হিট সিনেমা। ভারতীয় বক্স অফিসে এটি আয় করে ১০২ কোটি রুপি (নিট)। শশীকুমার, সিমরান অভিনীত ‘ট্যুরিস্ট ফ্যামিলি’ সিনেমা ৬১ কোটি রুপি (নিট) আয় করে বড় চমক দেখায়। রজনীকান্ত অভিনীত ‘কুলি’ সিনেমা নিয়ে আশায় বুক বাঁধলেও হতাশ হন দর্শকরা। মুক্তির আগে সিনেমাটি আলোচনায় থাকলেও বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। মিশ্র প্রতিক্রিয়া পাওয়া তামিল ভাষার এ সিনেমার কপালে ‘ফ্লপ’ তকমা জুটেছে। সাড়ে ৩০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ভারতে মোট আয় করে ২৮৫.০৫ কোটি রুপি (নিট)। 

কন্নড়
কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির চলতি বছরের যাত্রা মন্থর গতিতে শুরু হয়। যদিও ছোট বাজেটের কয়েকটি সিনেমা প্রশংসা কুড়িয়েছে। হেমন্ত এম রাওয়ের প্রথম প্রযোজিত ‘আগ্নিয়াতাফাসি’ সিনেমায় রাঙ্গায়ানা রঘুর অভিনয় দারুণ প্রশংসিত হয়। দিগন্তের কমেডি ঘরানার ‘এডাগাইয়ে আপাঘটক্কে কারনা’ সিনেমা দর্শকদের মুগ্ধ করেছে। বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পায় ‘সু ফ্রম সো’ সিনেমা। ৪ থেকে ৫.২৫ কোটি রুপি বাজেটের এ সিনেমা ভারতে আয় করে ৯০.৬৮ কোটি রুপি (নিট)। তবে বছরের শেষের দিকে কন্নড় ইন্ডাস্ট্রিতে নতুন হাওয়া বইতে শুরু করে। ঋষভ শেঠি নির্মিত-অভিনীত ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ সিনেমা মুক্তির পর বক্স অফিসের আবহাওয়া রীতমতো বদলে যায়। ১২৫ কোটি রুপি বাজেটের সিনেমা ভারতে আয় করে ৬২২.০২ কোটি রুপি (নিট)। এরপর মুক্তি পায় অশ্বিন কুমার নির্মিত ‘মহাবতর নরসিমহা’। এটিও বক্স অফিস তোলপাড় করে ফেলে। মাত্র ৪০ কোটি রুপি বাজেটের এ সিনেমা ভারতে আয় করে ২৫০.২৯ কোটি রুপি (নিট)।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়