বলিউডকে টেক্কা দেওয়া দক্ষিণের ৫ আঞ্চলিক সিনেমা
আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম
ছবির কোলাজ
চলতি বছরে ভারতের দক্ষিণী সিনেমা বিভিন্ন আঞ্চলিক গল্পকে যেমন তুলে ধরেছে, তেমনই বলিউডকে ছাপিয়ে গিয়েছে। কেবল তাই নয়, এই চলচ্চিত্রগুলো ভাষার বাধা পেরিয়ে ভারতজুড়ে দর্শকদের আকর্ষণ করেছে। এসব সিনেমার হাওয়া ভারতের পার্শ্ববতী দেশেও বইছে।
২০২৫ সালে ভারতের দক্ষিণী সিনেমার সাফল্য বিনোদন জগতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আঞ্চলিক এই চলচ্চিত্রগুলো সমালোচকদের প্রশংসা ও বাণিজ্যিক সাফল্য, দুই-ই অর্জন করে বলিউডকে টেক্কা দিয়েছে। আবেগময় গল্প বলা ও স্বকীয়তা বজায় রেখে ভারতীয় সিনেমার জন্য নতুন মানদণ্ড তৈরি করেছে; যা বৈশ্বিক মঞ্চেও ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে দিয়েছে। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত এমন পাঁচটি সিনেমা নিয়ে এই আয়োজন।
কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান
কন্নড় ভাষার আলোচিত সিনেমা ‘কানতারা’। এ সিনেমার প্রিক্যুয়েল ‘কানতারা লিজেন্ড: চ্যাপ্টার ওয়ান’ বা ‘কানতারা টু’। ঋষভ শেঠি নির্মিত এই সিনেমা চলতি বছরের ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির পর চলচ্চিত্রটি বছরের অন্যতম বৃহৎ ভারতীয় ব্লকবাস্টার হয়ে ওঠে। সাংস্কৃতিক স্বকীয়তা, দৃষ্টিনন্দন ভিজ্যুয়াল পরিবেশনার জন্য সমালোচকরা সিনেমাটির ভূয়সী প্রশংসা করেন। তাদের ভাষ্য—“পুরাণ, আবেগ এবং সিনেমাটিক সৌন্দর্যের এক বিরল মিশ্রণ এটি।” বক্স অফিসেও ঝড় তুলেছিল এটি। জানা যায়, সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছে ১২৫ কোটি রুপি; বিশ্বব্যাপী সিনেমাটি আয় করে ৮৫২.১৫ কোটি রুপি (গ্রস)। বিনিয়োগের তুলনায় ভারতে সিনেমাটির নিট আয় আনুমানিক ৩৯৭.৭৫ শতাংশ বেশি।
কুবেরা
শেখর কামুলা নির্মিত তেলেগু সিনেমা ‘কুবেরা’। এতে জুটি বেঁধে অভিনয় করেন ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা ধানুশ ও রাশমিকা মান্দানা। অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা ‘হিট’ তকমা কুড়িয়েছে। উত্তর ভারতে সিনেমাটি বিপুল দর্শক টেনেছে। ১২০ কোটি রুপি বাজেটের এ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ১৩৮ কোটি রুপি (গ্রস)। সিনেমাটির নিট আয় ৯০.৯ কোটি রুপি। ধানুশের এ সিনেমা হিন্দি ভার্সনেও সাফল্য পেয়েছে। ফলে সর্বভারতীয় জনপ্রিয়তাকে আরো শক্তিশালী করেছে।
এল২: এম্পুরান
অভিনেতা-পরিচালক পৃথ্বীরাজ সুকুমারন নির্মিত আলোচিত সিনেমা ‘এল২: এম্পুরান’। মোহনলালের সঙ্গে সিনেমাটিতে পর্দা ভাগ করে নিয়েছেন পৃথ্বিরাজ, মুঞ্জু ওয়ারিয়র, অভিমন্যুর মতো তারকারা। সিনেমাটি মুক্তির পর আন্তর্জাতিক বাজারে দারুণ সাফল্য পায়। চলতি বছরে বিদেশে সর্বাধিক আয় করা ভারতীয় সিনেমাগুলোর একটি। চলচ্চিত্রটি মালায়ালাম সিনেমার বৈশ্বিক আবেদনকে বৃদ্ধি করেছে। ‘এল২: এম্পুরান’ সিনেমা ভারতে আয় করেছে ১০৫.২৫ কোটি রুপি (নিট)। বিশ্বব্যাপী সিনেমাটির সংগ্রহ দাঁড়িয়েছে ২৬৫.৫ কোটি রুপি। এর মধ্যে বিদেশে আয় ১৪২.২৫ কোটি রুপি। শুধু ভারতে আয় করে ১২৩.২৫ কোটি রুপি (গ্রস); যা চলতি বছরের অন্যতম শক্তিশালী বক্স-অফিস সিনেমায় পরিণত করেছে।
ট্যুরিস্ট ফ্যামিলি
অবিশান জিবেন্ত নির্মিত তামিল ভাষার সিনেমা ‘ট্যুরিস্ট ফ্যামিলি’। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন এম. শশীকুমার, সিমরান। পারিবারিক কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি চলতি বছরের অন্যতম চমক। মাত্র ৭–১৬ কোটি রুপি বাজেটে তৈরি সিনেমাটি বিশ্বব্যাপী আয় করে ৮৮–৯০ কোটি রুপি; যা বিনিয়োগের ২৮৫–১২০০ শতাংশ লাভ। এটি বছরের শীর্ষ ৪–৬ তামিল সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে। তামিলনাডু থেকেই সিনেমাটি আয় করেছে ৫৬.৪ কোটি রুপি, বিদেশে আয় করেছে ১৪.৮–১৫.৫৫ কোটি রুপি, ভারতের অন্যান্য অঞ্চল থেকে আয় করেছে ৭.৯ কোটি রুপি। ট্রেড সাইটগুলো সিনেমাটিকে ‘সুপারহিট’ তকমা দিয়েছে, তামিল নাড়ুতে শ্রীলঙ্কান শরণার্থী পরিবারের হৃদয়স্পর্শী গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। গল্পটি পরিবারকে প্রেক্ষাগৃহে টেনেছে।
গুড ব্যাড আগলি
তামিল সিনেমার দাপুটে অভিনেতা অজিত কুমার। তাকে নিয়ে পরিচালক আধিক রবিচন্দ্রন নির্মাণ করেছেন ‘গুড ব্যাড আগলি’। অ্যাকশন কমেডি ঘরানার সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। চলতি বছরে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা তামিল চলচ্চিত্র এবং দক্ষিণ ভারতীয় সিনেমার সর্বকালের সর্বোচ্চ আয়কৃত সিনেমার তালিকায় ৫২তম। মুক্তির প্রথম পাঁচ দিনেই এটি আয় করে ১৭১.৫০ কোটি রুপি। সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৭৯–২৪৮.২৫ কোটি রুপি। মুক্তির ২০ দিনে ভারতে সিনেমাটির নিট সংগ্রহ ছিল ১৫১.৮৮ কোটি রুপি, যার মধ্যে তামিলনাডু থেকে আসে ৮৪ কোটি রুপি, বিদেশে আয় করে ৫২.১৫ কোটি রুপি। যদিও সিনেমাটির বাজেট ছিল ২৫০–৩০০ কোটি রুপি। তবু ইভেন্ট-ফিল্ম হিসেবে সিনেমাটির বিপুল প্রত্যাশা এবং তামিল সিনেমার চাহিদা একে বিশাল সাফল্য এনে দেয়।
তথ্যসূত্র: নিউজ১৮, স্যাকনিল্ক
ঢাকা/শান্ত