ঢাকা     মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বক্স অফিস শাসন করা বছরের সেরা ৬ তারকা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৩০ ডিসেম্বর ২০২৫  
বক্স অফিস শাসন করা বছরের সেরা ৬ তারকা

চলতি বছরে ভারতের বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির অসংখ্য সিনেমা মুক্তি পেয়েছে। অনেক সিনেমাই প্রেক্ষাগৃহে দর্শক টেনেছে, বক্স অফিসেও সফলতার মুখ দেখেছে। ক্ষমতাধর গল্পকার, অভিজ্ঞ পারফর্মারের সমন্বয়ে এটা সম্ভব হয়েছে। চলতি বছরে ৬ অভিনেতা বক্স অফিস শাসন করেছেন। তাদের চলচ্চিত্র সম্মিলিতভাবে মোটা অঙ্কের অর্থ আয় করে যেমন রেকর্ড গড়েছে, তেমন ভেঙেছেও। সর্বোচ্চ আয়কারী ৬ তারকা অভিনেতাকে নিয়ে এই প্রতিবেদন—

অক্ষয় খান্না
বলিউড অভিনেতা অক্ষয় খান্না চলতি বছরে বক্স অফিসে অবিসংবাদিত দলপতি ছিলেন। ‘ছাবা’ ও ‘ধুরন্ধর’ এর মতো ব্লকবাস্টার সিনেমা ব্যাক টু ব্যাক উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দুই সিনেমার মোট আয় ১ হাজার ৮০০ কোটি রুপির বেশি আয় করেছে। তার সূক্ষ্ম অভিনয়, পর্দায় পরিণত উপস্থিতি এবং শক্তিশালী চিত্রনাট্য দর্শকদের হৃদয় গভীরভাবে ছুঁয়েছে। অক্ষয়ের সাফল্য আবারো প্রমাণ করেছে যে, সমৃদ্ধ কনটেন্ট ও চরিত্র প্রচলিত তারকা-নির্ভর ফর্মুলাকে হার মানাতে পারে।

আরো পড়ুন:

রণবীর সিং
বলিউড অভিনেতা রণবীর সিং। গত বছর তার অভিনীত মাত্র একটি সিনেমা মুক্তি পায়। চলতি বছরটি বাবা হওয়ার আনন্দেই পার করেছেন। এ আনন্দ উদযাপনের পাশাপাশি একটি সিনেমার কাজ করেছেন। আর সেটি হলো—‘ধুরন্ধর’। বছরের শেষ মুহূর্তে সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হন রণবীর। বক্স অফিসে হিট তো বটেই, এটি বদলে দিয়েছে তার ক্যারিয়ারের রেখাচিত্র। একের পর এক ব্যর্থ সিনেমা, নেতিবাচক রিভিউয়ের পর রণবীরের ক্যারিয়ার নিষ্প্রভ হয়ে পড়েছিল। কঠিন সময় পেরিয়ে আদিত্য ধর পরিচালিত অ্যাকশন ঘরানার ‘ধুরন্ধর’ সিনেমার মাধ্যমে রণবীর সিংয়ের শক্তিশালী প্রত্যাবর্তন চমক দিয়েছে। মুক্তির ২৪ দিন পরও বক্স অফিসে দাপট দেখিয়ে আয় করেছে ১০৬৫ কোটি রুপি (গ্রস)। ‘ধুরন্ধর’ ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা সিনেমার অন্যতমই নয়, বলিউডের সর্বকালের বড় হিট সিনেমার তালিকাতেও জায়গা করে নিয়েছে এটি। রেকর্ড ভাঙার বাইরেও এই সিনেমা রণবীর সিংকে আবারো একজন প্রকৃত সুপারস্টার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ঋষভ শেঠি
অক্ষয় খান্নার ঠিক পেছনেই রয়েছেন দক্ষিণী সিনেমার অভিনেতা-নির্মাতা ঋষভ শেঠি। তার অভিনীত ‘কানতারা টু’ সিনেমা বক্স অফিসে অসাধারণ দৌড়েছে। এটি ৮৫২.১৬ কোটি রুপি আয় করে। ঋষভ শেঠির সাফল্যকে বিশেষ করে তুলেছে চলচ্চিত্রটির শিকড়নির্ভর গল্প বলার ধরন, আধ্যাত্মিক আবহ; যা আঞ্চলিক সীমানা পেরিয়ে দর্শকদের মন ছুঁয়েছে। তার উত্থান প্রমাণ করেছে অথেনটিক গল্পের শক্তি; কেবল তাই নয়, আঞ্চলিক সিনেমাকে প্যান-ইন্ডিয়ায় জনপ্রিয় করতে ভূমিকা রেখেছে।

ভিকি কৌশল
ভিকি কৌশল অভিনীত ‘ছাবা’ সিনেমা চলতি বছরের শুরুতে মুক্তি পায়। এ সিনেমার হাত ধরে বলিউড ব্যর্থতার দায় মোচন করে। চলতি বছরে এটি তার অভিনীত একমাত্র সিনেমা। ‘ছাবা’ সিনেমা বিশ্বব্যাপী আয় করে ৮০৭.৯১ কোটি রুপি (গ্রস)। সিনেমাটির ঐতিহাসিক চরিত্রের জন্য ভিকির রূপান্তর, ত্যাগ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এর ফলে তাকে তার প্রজন্মের অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে। এই সাফল্য প্রমাণ করে যে, ভিকি বড় মাপের পারফরম্যান্স নির্ভর সিনেমা অনায়াসেই বয়ে নিতে পারেন।

অক্ষয় কুমার
বলিউড অভিনেতা অক্ষয় কুমার। প্রতি বছরই তার অভিনীত অনেক সিনেমা মুক্তি পায়। এ বিষয়ে তার বিশেষ খ্যাতি রয়েছে। চলতি বছরেও তার ব্যত্যয় ঘটেনি। অক্ষয় অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো—‘স্কাই ফোর্স’, ‘কেসরি চ্যাপ্টার ১’, ‘হাউজফুল ৫’, ‘জলি এলএলবি থ্রি’। এই চার সিনেমা সম্মিলিতভাবে ৭৫৫.৩ কোটি রুপি আয় করে। ফলে তালিকার পঞ্চম স্থান পেয়েছেন এই তারকা। সাম্প্রতিক অতীতে বক্স অফিসে ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছেন অক্ষয়। তারপরও এ বছর সেরা দশের তালিকায় জায়গা করে নেন ‘খিলাড়ি’খ্যাত এই তারকা; যেখানে বিভিন্ন ঘরানার সিনেমা অন্তর্ভুক্ত।

মোহনলাল
সবচেয়ে বেশি আয় করা অভিনেতার তালিকায় স্থান পেয়েছেন মালায়ালাম সিনেমার কিংবদন্তি অভিনেতা, সুপারস্টার মোহনলাল। চলতি বছরে তার অভিনীত চারটি সিনেমা মুক্তি পেয়েছে। এগুলো হলো—‘এল টু: এম্পুরাম’, ‘তুদারাম’, ‘কানাপা’, ‘হৃদয়পুরভাম’, ‘বৃষভা’। মুক্তিপ্রাপ্ত এই চারটি সিনেমা সম্মিলিতভাবে আয় করেছে ৫৭৮.৪৫ কোটি রুপি। তার স্থায়ী ফ্যানবেস, পর্দায় ক্যারিশমাটিক উপস্থিতি আবারো প্রমাণ করে যে, অভিজ্ঞতা ও শক্তিশালী গল্পের ক্ষমতা অপ্রতিরোধ্য। 

তথ্যসূত্র: ডেকান ক্রনিকল, টাইমস নাউ, স্যাকনিল্ক

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়