ঢাকা     মঙ্গলবার   ২২ অক্টোবর ২০২৪ ||  কার্তিক ৬ ১৪৩১

আলেমদের তত্ত্বাবধানে ট্যানারি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১৩ জুন ২০২৩  
আলেমদের তত্ত্বাবধানে ট্যানারি

কোরবানির চামড়া নিয়ে দেশের কওমি মাদরাসাগুলোর আক্ষেপ বহুদিনের। অভিযোগ রয়েছে, বিশেষ ‘সিন্ডিকিটের’ কারণে তারা কোরবানির সময় চামড়ার ন্যায্যমূল্য পান না। তবে এবার অনন্য এক উদ্যোগ নেওয়া হয়েছে। ‘এসকেএম’ নামে এক কোম্পানি কোরবানির আগেই আলেমদের তত্ত্বাবধানে ট্যানারি ব্যবসার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) এসকেএম’র সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) মুফতি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি জানান, তাদের প্রথম পদক্ষেপ হলো তৃতীয় পক্ষের সহযোগিতা ছাড়া সরাসরি মাদরাসা থেকে চামড়া সংগ্রহ করা। এতে মাদরাসাগুলো তাদের চামড়ার ন্যায্য দাম পাবে।

তবে এক্ষেত্রে তিনি মাদরাসা কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন। 

তিনি আরও জানান, যেসব মাদরাসা তাদের কোরবানির চামড়া এসকেএম’র কাছে সরাসরি বিক্রি করতে চায়, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এসএমএস করতে বলা হয়েছে। শুক্রবারের (১৬ জুন) মধ্যে আগ্রহী মাদরাসার ঠিকানা এবং কী পরিমাণ চামড়া তারা বিক্রি করতে পারবে- এর একটি আনুমানিক সংখ্যা উল্লেখ করতে হবে।

মুফতি সাইফুল ইসলাম জানান, তাদের কাছে আসা ক্ষুদেবার্তার ওপর ভিত্তি করে তারা মাদরাসাগুলো থেকে চামড়া সংগ্রহের প্রস্তুতি নেবেন। 

মেয়া/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়