ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ১৫ এপ্রিল ২০২৪  
দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

ফাইল ছবি

ঈদের ছুটি শেষে প্রথম কর্মদিবসেই ভয়াবহ দূষণের কবলে মেগাসিটি ঢাকা। বিশ্বে দূষিত শহরের তালিকায় আজ সোমবার (১৫ এপ্রিল) শীর্ষে রয়েছে বাংলাদেশের রাজধানী।

এদিন সকাল ১০টা ১০ মিনিটে বায়ুমানের সূচক (একিউআই) অনুযায়ী ঢাকায় বাতাসের মান ছিল ১৯৭ স্কোর। এই স্কোর নিয়ে শহরটি সবার শীর্ষে অবস্থান করছে। বায়ুর মান বিচারে এ মাত্রাকে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলা হয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ শহরের স্কোর ছিল ১৯৭। এছাড়া ১৭২ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু এবং ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

/হাসান/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়