ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

গ্রন্থমেলায় ইমনের সায়েন্স ফিকশন ‘এনিয়ান’

সাহিত‌্য ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
গ্রন্থমেলায় ইমনের সায়েন্স ফিকশন ‘এনিয়ান’

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো লেখক ও সাংবাদিক নাজমুল হক ইমনের সায়েন্স ফিকশন ‘এনিয়ান’।  বইটি প্রকাশ করেছে গ্রাফোসম্যান পাবলিকেশন।  প্রচ্ছদ করেছেন আলতাফ প্রধান সুজন।  গ্রন্থমেলার ৬৮৮-৬৮৯ নং স্টলে পাওয়া যাচ্ছে বইটি।

নাজমুল হক ইমন বলেন, ‘এনিয়ান’ মূলত এলিয়েন নিয়ে লেখা।  যারা সায়েন্স ফিকশন পড়তে পছন্দ করেন তাদের পছন্দ হবে।  আর আমি চেষ্টা করেছি সহজ ভাষায় লিখতে।  যেন বড়দের পাশাপাশি ক্ষুদে পাঠকরাও পড়তে পারে।  আশা করি বইটি সব ধরনের পাঠকের ভালো লাগবে।

গ্রন্থমেলার শুরু থেকেই পাওয়া যাচ্ছে বইটি।  দাম রাখা হয়েছে ১৫০ টাকা।  এর পাশাপাশি গ্রাফোসম্যান পাবলিকেশনে নাজমুল হক ইমনের আরো বই রয়েছে।  ইউটিউবার, ভূত ভিলা, গাধার আন্ডা, থ্রিডি ভূত, বিশুদ্ধ হাসি, ফেইক, সাহাবের গোয়েন্দা বাহিনী রিলোড, অধ্যায় একাদশ, ভূতের বাচ্চা পুটু, সাহাবের গোয়েন্দা বাহিনী রির্টানস, ভূত সোসাইটি, সাহাবের গোয়েন্দা বাহিনীসহ আরো অনেক বই। 


ঢাকা/তারা

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়