ঢাকা     সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৬ ১৪৩১

বইমেলায় ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পের বই ‘চড়ুই ও কুমড়ো লতা’

ফিচার ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৭, ৩১ মার্চ ২০২১  
বইমেলায় ইমরুল ইউসুফের শিশুতোষ গল্পের বই ‘চড়ুই ও কুমড়ো লতা’

চড়ুইটির ঠোঁট কেটে গেছে। টপ টপ করে রক্ত পড়ছে। এজন্য ঠোঁট মাটির সঙ্গে চেপে ধরেছে। পায়ের পাতার নরম অংশ দিয়ে চেপে রেখেছে। তাও রক্ত বন্ধ হচ্ছে না। ভীষণ যন্ত্রণা হচ্ছে। কাটা জায়গাটা ব্যথায় টন টন করছে। চোখটাও কেমন জানি ব্যথা করছে। মাথাটা ভার হয়ে আসছে। রক্ত মুখের মধ্যে ঢুকে যাচ্ছে। ঠোঁট গড়িয়ে গলার নিচের পাখনা ভিজে যাচ্ছে। চড়ুই এখন কী করবে বুঝতে পারছে না।

চড়ুই পাখিটির ঠোঁট কীভাবে কাটলো? কুমড়ো লতা কীভাবে পাখিটিকে সাহায্য করলো। পাখিটির ঠোঁট থেকে কীভাবে রক্ত পড়া বন্ধ হলো- বিষয়টি নিয়েই এ গল্প। তবে শুধু একটি নয়। তিন তিনটি এমন গল্প আছে শিশুসাহিত্যিক ইমরুল ইউসুফের ‘চড়ুই ও কুমড়ো লতা’ বইয়ে।

সম্পূর্ণ রঙিন এ বইটি প্রকাশ করেছে শিশু গ্রন্থকুটির। বইটি পাওয়া যাচ্ছে বইমেলার শিশুচত্বরের শিশু গ্রন্থকুটিরের স্টলে। স্টল নম্বর ৬৫১-৬৫২। বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন এন কে অধিকারী। মূল্য ১৭৫ টাকা।

ঢাকা/তারা

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়