ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় মেহেদী হাসানের ‘হিরণ্ময় ভালোবাসা’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩  
বইমেলায় মেহেদী হাসানের ‘হিরণ্ময় ভালোবাসা’

বইমেলায় প্রকাশিত হয়েছে মেহেদী হাসানের নতুন বই ‘হিরণ্ময় ভালোবাসা’।

গ্রন্থটির দশটি গল্প সাদামাটা জীবনের অসাধারণ কিছু ঘটনার। কিছুটা জাগরণের, মুক্তির এবং সর্বোপরি ভালোবাসার।  এরতে রয়েছে ‘আদর্শ’ ও ‘অব্যক্ত কথা’ মুক্তিযুদ্ধ বিষয়ক দুটি গল্প। মা ও মেয়ের সংগ্রামের গল্প ‘লাইট এণ্ড লিরিকস’। কিছু ভালোবাসা বাস্তবকেও হার মানায়, তেমনি অমূল্য ভালোবাসার গল্প ‘হিরণ্ময় ভালোবাসা’। নিম্ন মধ্যবিত্ত পরিবারের টানাপোড়েন ও মেধাবী মেয়ের গল্প ‘সেই দুপুরে বৃষ্টি হয়েছিল’। অন্ধকার কুয়াশা ভেদ করে এগিয়ে যাওয়া কিশোরীর গল্প ‘অন্যরকম কুয়াশা’। ‘যে গল্পের শেষ পৃষ্ঠা নেই’ গল্পের মাঝেই আছে নামের রহস্য। থাকছে ‘ভালোবাসার সৌরভ’, ‘চাঁদের হাসি’ ও ‘চিরদিন রবে আখিঁপল্লবে’।

আরো পড়ুন:

হিরণ্ময় ভালোবাসা পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলা ৫৯৭/৫৯৮ স্টল, প্রিয় বাংলা প্রকাশনে। গ্রন্থটির প্রচ্ছদ করেছেন লিমন মেহেদী। বইয়ের মুদ্রিত মূল্য ১৯০ টাকা।

/সাইফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়