ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রিয়াজুল হকের ‘দ্য আর্ট অব পিস’ একুশে বইমেলায়

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০২৫  
রিয়াজুল হকের ‘দ্য আর্ট অব পিস’ একুশে বইমেলায়

গবেষক, লেখক রিয়াজুল হকের নতুন গবেষণাধর্মী বই ‘দ্য আর্ট অব পিস’ অমর একুশে বইমেলায় এসেছে। বইটি অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। বইটির প্রচ্ছদ করেছেন মো. জহিরুল হক।

লেখক রিয়াজুল হক বলেন, ‘‘আমাদের অনেকের মধ্যেই একটা ধারণা রয়েছে যে, পবিত্র কুরআন মনে হয় শুধু জান্নাতের শান্তির কথা বলা বলেছে। বিষয়টা আসলে সেরকম নয়। দুনিয়ায় কীভাবে শান্তিতে থাকা যায়, কুরআনে সেই কথাও উল্লেখ আছে। কারণ দুনিয়ায় শান্তিতে না থাকতে পারলে আপনি কোনকিছুই ঠিক মতো করতে পারবেন না। এমনকি ঠিক মতো ইবাদত করার জন্য হলেও শান্তিতে থাকা প্রয়োজন। অর্থাৎ পরকালের প্রয়োজনেই দুনিয়ায় শান্তিতে থাকা দরকার।’’

আরো পড়ুন:

অন্বেষা প্রকাশনের প্রকাশক মো. শাহাদাত হোসেন বলেন, ‘‘পৃথিবীর বুকে কীভাবে শান্তিতে থাকা যায়, সেসব বিষয়ে গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে। কারণ দিনশেষে আমরা সবাই শান্তি খোঁজে থাকি।’’

দ্য আর্ট অব পিস' বইটি অন্বেষার ওয়েবসাইট, রকমারিসহ অমর একুশে বইমেলায় অন্বেষার প্রকাশনের ৭০৯-৭১২ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

ঢাকা/হাসান/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়