ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর বার্ষিক মাহফিল শুরু

জে. খান স্বপন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ২৪ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বয়ানের মধ্য দিয়ে চরমোনাইর বার্ষিক মাহফিল শুরু

চরমোনাইর বার্ষিক ফাল্গুন মাহফিলে বয়ান দিচ্ছেন হযরত মাও. সৈয়দ রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : চরমোনাই পীর  হযরত মাও. সৈয়দ রেজাউল করিমের উদ্বোধনী বয়ানের মধ্য দিয়ে শুরু হলো চরমোনাইর বার্ষিক ফাল্গুন মাহফিল।

 

বুধবার বরিশালের কীর্তনখোলা নদীর তীরে চরমোনাই ময়দানে বাদ জোহর উদ্বোধনী বয়ান অনুষ্ঠিত হয়। আগামী শনিবার সকালে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই মাহফিল। এদিকে মঙ্গলবার গভীর রাতে ঝড় আর বৃষ্টিতে বিপাকে পড়েন মাহফিলে আসা হাজার হাজার মুসল্লি।

 

মাহফিল কমিটির মিডিয়া সেল প্রধান মাওলানা কাউছার হোসেন বলেন, এ বছর সৌদি আরব, বাহারাইন, কাতার, দুবাই, মালদ্বীপ, মালয়েশিয়া, ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় ১৫টি দেশ থেকে শতাধিক মুসল্লি মাহফিলে এসেছেন। আল্লাহর নৈকট্য লাভের আশায় প্রতি বছর এখানে লাখ লাখ মুসল্লি জমায়েত হন।

 

১৯২৪ সালে সর্ব প্রথম এই মাহফিল শুরু করেন বর্তমান পীর সাহেবের দাদা ও তৎকালীন চরমোনাই পীর সাহেব মরহুম সৈয়দ এসহাক (রহ.)।

 

৫০০ একর জমির ওপর মুসল্লিদের জন্য টানানো হয়েছে বাঁশ আর চটের তৈরি প্যান্ডেল। মাহফিলে ২ হাজার মাইক ও প্রায় ১০ হাজার বৈদ্যুতিক বাতির ব্যবস্থা করা হয়েছে। চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য চরমোনাই মাদরাসার নিচতলায় ২৫০ বেডের অস্থায়ী হাসপাতাল বানানো হয়েছে। বিশুদ্ধ পানির জন্য রয়েছে চারটি পাম্প। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার জন্য পল্লী  বিদ্যুতের পাশাপাশি রয়েছে ৩টি জেনারেটর। এ ছাড়া রয়েছে ৫০০ শত টয়লেট।

 

মাহফিলে আগত মুসল্লিদের নিরাপত্তায় র‌্যাব, পুলিশ, গোয়েন্দাসহ ৫ হাজারেরও বেশি নিরাপত্তা কর্মী। মাহফিলে অপ্রীতিকর ঘটনা এড়াতে বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।

 

 

 



রাইজিংবিডি/২৪ ফেব্রুয়ারি ২০১৬/জে. খান স্বপন/বরিশাল/উজ্জল/টিপু

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়