রংপুরে নারী পুলিশ ব্যাচের শিক্ষাসমাপনী কুচকাওয়াজ
নজরুল মৃধা || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে পুলিশের ১৬তম নারী ব্যাচের শিক্ষাসমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের একমাত্র নারী প্রশিক্ষণ কেন্দ্র রংপুর পুলিশ ট্রেনিং সেন্টারে বৃহস্পতিবার সমাপনী এ কুচকাওয়াজে ১২ ইউনিটে ১ হাজার ১৫৬ জন নারী প্রশিক্ষণার্থী অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি মিলি বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক, রংপুর রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক, জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, পিবিআই পুলিশ সুপার আব্দুস সালাম, বিএনসিসি’র কমান্ড্যান্ট মেজর হারুন-অর-রশিদ, জেলা জজ কোর্টের পিপি আব্দুল মালেক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি মিলি বিশ্বাস বলেন, বাংলাদেশের আকাশে দুর্যোগ নতুন কিছু নয়। আমরা এমন একটা সময় মোকাবেলা করছি যা আগে কখনো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষায় জঙ্গিবাদ এক নতুন উপসর্গ। এর মোকাবেলায় পুলিশের দায়িত্ব প্রাথমিকভাবেই প্রধান।
তিনি বলেন, নতুন সদস্য হিসেবে যারা পুলিশে যোগ দিচ্ছেন তাদের ভাবতে হবে পুলিশ আজ একা নয়। জনগণ ও পুলিশ ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদকে মোকাবেলা কওে এর শিকড় উপড়ে ফেলবে। পুলিশ বাহিনীর জনবল সংকট দূর করতে আরো ৫০ হাজার পুলিশ নিয়োগের প্রকল্প চলমান রয়েছে।
এ সময় কনস্টেবল পদে ছয় মাস প্রশিক্ষণ শেষে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসিদের মাঝে পদক ও সনদপত্র বিতরণ করা হয়।
রাইজিংবিডি/রংপুর/৪ আগস্ট ২০১৬/নজরুল মৃধা/মুশফিক
রাইজিংবিডি.কম