Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৯ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

নববধূকে চুমু খেয়ে অজ্ঞান বর!

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৪, ৬ আগস্ট ২০২১   আপডেট: ১৩:১৫, ৬ আগস্ট ২০২১
নববধূকে চুমু খেয়ে অজ্ঞান বর!

প্রত্যেকের জীবনেই বিয়ে একটি স্মরণীয় ঘটনা। অনেকেই বিশেষ এই দিনটির জন্য অধির আগ্রহে অপেক্ষা করেন। আর তারপর কাঙ্ক্ষিত জীবনসঙ্গীকে পেলে তো কথায় নেই!

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে বরের কাণ্ড দেখে হাসিতে ফেটে পড়ছেন নেটিজেনরা।

ফটো ও ভিডিও শেয়ারিং সাইট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি একটি খ্রিষ্টান ধর্মের বিয়ের। এতে দেখা যায়, বিয়ের মঞ্চে সাদা গাউন পরে দাঁড়িয়ে আছেন কনে। পাশে তার সঙ্গীরা। বরের বন্ধুরাও সেখানে উপস্থিত। এরপর প্রথা মেনে নববধূর ঠোঁটে চুমু খেলেন বর। এরপরেই ঘটে মজার ঘটনা। স্ত্রীকে চুমু খেয়েই জ্ঞান হারান বর!

হঠাৎ এমন ঘটনায় সবাই চমকে ওঠেন। কিন্তু পরবর্তী সময়ে বুঝতে পারেন নিছক মজা করেই বর এই কাণ্ড ঘটিয়েছেন। ততক্ষণে হাসিতে ফেটে পড়েন উপস্থিত সবাই। নববধূও লজ্জায় হাসতে থাকেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়