ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ময়লার ভেতর মূল্যবান জিনিস খুঁজে বছরে আয় ৪৭ লাখ টাকা

অন্য দুনিয়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৫৮, ৩ আগস্ট ২০২৪   আপডেট: ০৯:০৭, ৩ আগস্ট ২০২৪
ময়লার ভেতর মূল্যবান জিনিস খুঁজে বছরে আয় ৪৭ লাখ টাকা

ছবি: সংগৃহীত

নারীর নাম টিফানি বাটলার। যুক্তরাষ্ট্রের টেক্সাসের অধিবাসী তিনি। ৩৪ বছর বয়সী টিফানি ময়লার বাক্স থেকে তন্ন-বিতন্ন করে খুঁজে বের করেন মূল্যবান জিনিসপত্র। এই কাজ করতে করতেই ঘুরে গেছে তার ভাগ্যের চাকা। 

সম্প্রতি ময়লার বাক্সে ব্যবহারযোগ্য আর মূল্যবান জিনিসপত্রের খোঁজ করছিলেন টিফানি। খুঁজতে খুঁজতে পেয়ে গেছেন ‘নিউ ব্যালান্স ব্রান্ডের’ নতুন জুতাভর্তি বড় ব্যাগ। প্রতি জোড়া জুতার দাম প্রায় ১৪ হাজার টাকা। টিফানি আরও পেয়েছেন একই ব্র্যান্ডের টি শার্ট, পানির বোতল ও মোজা।

ধারণা করা হচ্ছে, কোনো দোকানের কর্তৃপক্ষ হয়তো তাদের অবিক্রীত জিনিসগুলো ময়লার বাক্সে ফেলে দিয়েছিল। আর যে এলাকায় এসব জিনিস পাওয়া গেছে টিফানি তার আগে কখনো ওই এলাকা থেকে একই সঙ্গে এতো মূল্যবান জিনিসপত্র খুঁজে পাননি। 

সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাকে তিনি সৌভাগ্য হিসেবে দেখছেন। একটি সাক্ষাৎকারে টিফানি বলেন, ‘এটি সত্যিই ভাগ্যের ব্যাপার। তার কারণ আপনি কখনোই জানবেন না যে দোকানগুলো কখন তাদের অবিক্রীত জিনিসপত্র ফেলে দেবে।’

চমকপ্রদ তথ্য হচ্ছে সপ্তাহের প্রতিদিন কাজ করেন না টিফানি। তিনি মাত্র দুই থেকে তিনদিন কাজ করেন। এভাবে কাজ করে তিনি গত দুই বছরে প্রায় ৮০ হাজার ডলার আয় করেছেন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৯৪ লাখের বেশি টাকা। এই হিসেবে টিফানির বছরে আয় ৪০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ লাখ টাকা।

টিফানি সামাজিক যোগাযোগ মাধ্যমেও জনপ্রিয়তা অর্জন করেছেন। তার অনুসারীর সংখ্যা ৩০ লাখ। এতো জনপ্রিয়তাও কুড়িয়েছেন নিজের জীবনযাপন নিয়ে কথা বলে। তিনি মানুষকে বোঝান মানুষের ফেলে দেওয়া জিনিসের সম্ভাব্য মূল্য। ময়লার বাক্সে কোনো জিনিস খুঁজে পেলে সেগুলোর ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যম শেয়ার করেন টিফানি।

পথিবীতে ময়লার বাক্সে মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার নজির আরও আছে। তবে ঘটনাগুলো সব সময় সৌভাগ্যের হয় না। এর আগে ২০২৩ সালে ভারতের বেঙ্গালুরুতে এক পরিচ্ছন্নতাকর্মী ডলারের কয়েকটি বান্ডিল খুঁজে পেয়েছিলেন। সেখানে মোট ৩০ লাখ ডলার ছিল। তবে সেগুলো ছিল জাল ডলার। 

তথ্যসূত্র: এনডিটিভি

/লিপি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়