ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিরিরবন্দরে এক বাড়িতে ৪১টি বাচ্চা গোখরো

সুলতান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২০ জুলাই ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চিরিরবন্দরে এক বাড়িতে ৪১টি বাচ্চা গোখরো

গোখরো সাপের বাচ্চা (ছবি : ফাইল ফটো)

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে চিরিরবন্দর উপজেলায় অমরপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এক বাড়িতে ৪১টি গোখরো সাপের বাচ্চা পাওয়া গেছে।

রোববার রাজাপুরে কৃষ্ণ মাষ্টারপাড়ায় রুহি দাসের বাড়িতে একটি গর্ত থেকে সাপুড়ে একে একে সাপের বাচ্চাগুলো বের করে  আনে।

প্রতিবেশী এক মহিলা রুহি দাসের বাড়ির রান্না ঘরের পাশে গর্তের মত জায়গায় প্রথমে সাপের একটি বাচ্চা দেখতে পান। তার চিৎকার শুনে বাড়ির সবাই ছুটে আসেন। তারা মাষ্টারপাড়ার সাপুড়ে শ্যামল চন্দ্র রায়ের শরণাপন্ন হন।

সাপুড়ে শ্যামল এসে গর্ত থেকে একে একে ৪১টি সাপের বাচ্চা বের করে আনেন। শুধু তাই নয়, শ্যামল ওই বাড়ি থেকে আরো একটি ভিন্ন প্রজাতির বিশাল সাপ উদ্ধার করেন। স্থানীয়ভাবে ঐ সাপকে দাড়াশ বলে।

গোখরো সাপের বাচ্চাগুলো ১২/১৪ ইঞ্চি লম্বা ও দাড়াশ সাপটি ৫/৬ ফুট লম্বা।

 

রাইজিংবিডি/ঢাকা/২০ জুলাই ২০১৪/সুলতান/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়