ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয়িতার ভাইরাল ছবি...

নাজমুল হোসেন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ২৫ জানুয়ারি ২০২২   আপডেট: ২২:২৮, ২৫ জানুয়ারি ২০২২
জয়িতার ভাইরাল ছবি...

মডেল: মোবাশ্বিরা কামাল ইরা। ছবি তুলেছেন জয়িতা আফরিন।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ফেসবুকে ঢুঁ মারতেই চোখে পড়ে ছবিগুলো। ঢাকা বিশ্ববিদ‌্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে তোলা এসব ছবি। চোখ জোড়ানো এসব ছবির কারিগর জয়িতা আফরিন। ফটোগ্রাফির একটি ‘আলাদা অর্থ’ তৈরির চিন্তা থেকেই এসব ক্লিক। 

মডেল মোবাশ্বিরা কামাল ইরা’র শূন্যে ভেসে থাকা এসব ছবি এখন ফেসবুকে ভাইরাল। গণহারে শেয়ার হচ্ছে জয়িতার তোলা ছবিগুলো। যেখানে নেটিজেনরা জুড়ে দিচ্ছেন ‘বিদ্রোহী’ সব ক্যাপশন।

জয়িতা আফরিনের ভাষ‌্য, সকালেই ফটোগ্রাফি করতে মডেল ইরাকে নিয়ে ঢাবির টিএসসিতে যান। এসময় তার চোখে পড়ে রাজু ভাস্কর্যের পাশে রাখা বিভিন্ন প্ল্যাকার্ড, যেগুলো শাবিপ্রবির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে লেখা। এরপরই পরিকল্পনামতো ক্লিক করেন। 

জয়িতার সেই ফটোগ্রাফি মুহূর্তে ভাইরাল হয়েছে ফেসবুকে। তিনি মূলত ঢাকা বেসড একজন ফ্রিল্যান্স ফটোগ্রাফার। থাকেন ধানমন্ডিতে।


ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়