ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন্স পরিচালনা করে যে দেশ

সাতসতেরো ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৪, ২৭ জুন ২০২৪   আপডেট: ১৪:০০, ২৭ জুন ২০২৪
বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী এয়ারলাইন্স পরিচালনা করে যে দেশ

এয়ারএশিয়া

মালয়েশিয়া নানা করণে গুরুত্বপূর্ণ একটি দেশ। এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিতি রয়েছে মালয়েশিয়ার। এই দেশটি উঠতি শিল্পউন্নত বাজার অর্থনীতির দেশ। মালয়েশিয়া তাদের পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য নানা তৎপরতা দেখাচ্ছে। দেশটি সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। ব্যাবসা বাণিজ্যে মালয়েশিয়ার সহযোগী দেশগুলো হচ্ছে,  চীন , সিঙ্গাপুর ও আমেরিকা।

আপনি জানেন কী বিশ্বের সব থেকে সাশ্রয়ী এয়ারলাইন্স পরিচালনা করে থাকে মালয়েশিয়া? এক বা দুই বছর ধরে নয় তাদের এই রেকর্ড টানা ১৫ বছরের। মালয়েশিয়ার ‘এয়ারএশিয়া’ বিশ্বের সব থেকে সাশ্রয়ী এয়ারলাইন্স। কুয়ালালামপুরভিত্তিক এই বিমানসংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তার ভাষ্য, যাতে সবাই আকাশপথে ভ্রমণ করতে পারে সেই লক্ষ্যে কাজ করছে তারা। 

আরো পড়ুন:

এয়ারএশিয়াকে সেরা সাশ্রয়ী এয়ারলাইন্সের স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান স্কাইট্র্যাক্স। 

এরপরে যথাক্রমে সাশ্রয়ী এয়ারলাইন্সগুলো হচ্ছে— ভোলোটিয়া, ফ্লাইনাস, ট্রান্সাভিয়া ফ্রান্স, ইন্ডিগো, ভুয়েলিং এয়ারলাইনস, এয়ারবাল্টিক, আইবেরিয়া এক্সপ্রেস, রায়ান এয়ার এবং ইজিজেট।

/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়