ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বামীর প্রেরণায় ফিরছেন প্রীতি

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৩, ৩ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্বামীর প্রেরণায় ফিরছেন প্রীতি

স্বামী গুডএনাফের সঙ্গে প্রীতি জিনতা

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। ২০১৩ সালে ইশক ইন প্যারিস সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। অবশ্য ২০১৪ সালে হ্যাপি এন্ডিং সিনেমায় একটি ক্যামিও চরিত্রে দেখা গেছে তাকে।

নীরাজ পাঠক পরিচালিত ভাইয়াজি সুপারহিট সিনেমার মাধ্যমে চলতি বছর আবারো ফিরছেন এ অভিনেত্রী। আর স্বামী জেনে গুডএনাফের অনুপ্রেরণাতেই ফিরছেন বলে জানিয়েছেন প্রীতি।

বিয়ের পর সিনেমা ছেড়ে দিয়ে সংসারী হতে চেয়েছিলেন প্রীতি জিনতা। কিন্তু তার স্বামী তাকে সিনেমায় ফেরার ব্যাপারে সাহস জুগিয়েছেন। আর এমন জীবনসঙ্গী পেয়ে নিজেকে অনেক ভাগ্যবান মনে করেন এই অভিনেত্রী।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রীতি বলেন, ‘আমি অনেক খুশি এবং সৌভাগ্যবান। কারণ এমন একজনকে বিয়ে করেছি যে, আমাকে সিনেমায় অভিনয়ের ব্যাপারে তাগিদ দেয়। আমি ভেবেছিলাম, কোনো সিনেমায় অভিনয় করব না বরং ব্যবসা নিয়েই ব্যস্ত থাকব।’

কাল হো না হো খ্যাত অভিনেত্রী মনে করেন, সংসার সামলানো বেশ কঠিন কাজ। ‘কারণ আপনি কোনো অবসর পাবেন না। সপ্তাহের সাতদিন এবং চব্বিশ ঘণ্টা আপনাকে কাজ করতে হবে। আমাদের মতো যারা পেশাদার তাদের অন্তত কাজের অবসর থাকার সৌভাগ্য হয়। আমি মনে করি, সাধারণ নারীরা সুপারওম্যান কারণ একইসঙ্গে তারা দুটি কাজই করে। যদি বিবাহিত হয় তবে ঘর সামলায় এবং পেশাগত দিক থেকে তারা কাজ করে।’ বলেন প্রীতি।

সানি দেওলের বিপরীতে ভাইয়াজি সুপারহিট সিনেমার মুক্তির অপেক্ষায় এ অভিনেত্রী। এ সিনেমা নিয়ে কোনো চাপ অনুভব করছেন না বলেও জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে প্রীতি বলেন, ‘আমার একদমই কোনো চাপ নেই কারণ আমি সিনেমাটি প্রযোজনা করছি না। আমি সম্পূর্ণ ঠিক আছি।’

অ্যাকশন-কমেডি ঘরানার সিনেমা ভাইয়াজি সুপারহিট। সিনেমাটিতে সানি দেওল-প্রীতি জিনতা ছাড়া আরো অভিনয় করছেন আমিশা প্যাটেল, মিঠুন চক্রবর্তী, আরশাদ ওয়ার্সি প্রমুখ।



রাইজিংবিডি/ঢাকা/৩ ফেব্রুয়ারি ২০১৭/মারুফ/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়