ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাড় ভেঙে গেলে করণীয়

নওশের || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৬, ৮ জুলাই ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হাড় ভেঙে গেলে করণীয়

ফাইল ফটো

ডা. হুমায়ুন কবীর হিমু : পড়ে গিয়ে বা অন্য কোন ভাবে আঘাতে হাড় ভেঙে যেতে পারে। দেখা গেছে পড়ে গিয়ে কেউ ব্যথা পেলে অন্যজন গিয়েই টানাটানি শুরু করি। টেনেই জোড়া লাগাতে চাই হাড়।

 

এটি খুবই মারাত্মক। এতে হাড় ভেঙ্গে গেলে যতটা ক্ষতি হতে পারে তার চেয়ে বেশি ক্ষতি হতে পারে টানাটানিতে। কারণ ভাঙ্গা হাড় নড়াচড়া করলে ভাঙ্গা অংশ আশেপাশের মাংসপেশী, রক্তনালী ছিড়ে ফেলতে পারে। এতে হাড় ভাঙ্গা পরবর্তী অংশ রক্তশুন্যতার করণে পচে যেতে পারে।

 

কোন কারণে হাড়ে ব্যথার পর যদি তা প্রচুর পরিমানে ফুলে যায়, নড়াচড়া করলে প্রচন্ড ব্যথা অনুভুত হয়। তা’হলে হাড় ভাঙতে পারে। যদিও শুধু এ লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না। এজন্য দরকার এক্সরে। এক্সরে করলে নিশ্চিত হওয়া যাবে হাড় ভেঙেছে কি না।

 

অনেকে আলসামি করে চিকিৎসকের কাছে যেতে চান না বা হাতুড়েদের কাছে যান। পরিমানে কিন্তু ভয়াবহতা ছাড়া আর কিছুই করার থাকে না। দ্রুত চিকিৎসা করালে যত তাড়াতাড়ি হাড় জোড়া লাগার সম্ভবনা থাকে, দেরি করলে তা ক্ষীণ হয়। এমনকি হাড় ঠিক জায়গায় জোড়া না লেগে বেঁকে জোড়া লাগতে পারে বা জোড়াই লাগবে না।

 

অনেকে হাড় ভেঙে গেলে বাঁশের চাটাই দিয়ে শক্ত করে বেঁধে দেন। এতে হাতে রক্ত চলাচল বন্ধ হয়ে হাত পচে যেতে পারে। অনেক হাতুড়ে আবার গোবর বা গাছের ছাল বাকলের প্রলেপ দেয় এতেও হাতে পচন ধরতে পারে।

 

হাড় ভাঙলে নড়াচড়া একেবারেই না করে বরং ভাঙ্গা স্থানের দুপাশে কাঠ দিয়ে বেঁধে হাসপাতালে আনতে হবে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ জুলাই ২০১৫/নওশের

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়