ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

স্বাস্থ্য সেবায় বাংলাদেশ প্রশংসিত: স্বাস্থ্যমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ১৮ জানুয়ারি ২০২৩   আপডেট: ১৪:২৬, ১৮ জানুয়ারি ২০২৩
স্বাস্থ্য সেবায় বাংলাদেশ প্রশংসিত: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে।দেশের মানুষের কাছে স্বাস্থ্যসেবাকে সফলভাবে পৌঁছে দেওয়ায় বিশ্বব্যাপী বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। বর্তমানে দেশের মানুষের গড় আয়ু বেড়ে দাঁড়িয়েছে ৭৩ বছর।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের ৪ বিভাগের ১৩ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত ৪৫টি কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন উপলক্ষে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সবমিলিয়ে এ পর্যন্ত তিন ধাপে দেশের ৭টি বিভাগের ৩৯টি জেলায় ১৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভিশন সেন্টার উদ্বোধন করা হয়েছে। যার মাধ্যমে ওইসব এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় এসেছেন। ফলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ (৫ কোটির বেশি) মানুষের উন্নত চক্ষু চিকিৎসা সেবার আওতায় আনা সম্ভব হবে।

জাহিদ মালেক বলেন, স্বাস্থ্য সেবা এখন মানুষের হাতের কাছে, ফলে প্রতিটি মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে। তাদের সচেতনতার কারণে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুসহ বিভিন্ন রোগবালাই কমে এসেছে।

করোনার সময় ১৩ লাখ মানুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চক্ষু সেবার মানোন্নয়নে কাজ চলমান আছে। প্রতি বছর সরকারিভাবে আড়াই লাখ মানুষের চোখের ছানি অপসারণের চিকিৎসা দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মো. তোফাজ্জল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।

/মেসবাহ/সাইফ/ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়