ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রক্তের এক নমুনা দিয়ে ৫০ জটিল রোগ নির্ণয়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৭ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২১:৩০, ২৭ সেপ্টেম্বর ২০২৩
রক্তের এক নমুনা দিয়ে ৫০ জটিল রোগ নির্ণয়

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রথমবাররে মতো গতানুগতিক পরীক্ষার বাইরে রক্তের এক নমুনা দিয়েই জটিল ৫০টি রোগের পরীক্ষা করা যাবে। এ পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে বহির্বিভাগের বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগে ইনফ্লেমেটরি বায়োমার্কার কর্নারের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) এই কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়েছে, ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নার স্থাপনের ফলে মাত্র ৫ এমএল রক্তের নমুনা ব্যবহার করে একসঙ্গে ৫০টি জটিল রোগের পরীক্ষার ফল পাওয়া যাবে। বাংলাদেশে প্রথমবারের মতো এ পরীক্ষা যুক্ত বিএসএমএমইউতে হলো।

ইনফ্লামেটোরি বায়োমার্কার কর্নারের মধ্যে রয়েছে থ্রম্বোসিস প্যানেল, রিউম্যাটোলোজি প্যানেল, ভাস্কুলিটিস প্যানেল, গ্যাস্ট্রোএন্টারোলজি প্যানেল। এর মাধ্যমে অনেক জটিল ও বিরল রোগ শনাক্তকরণ আরও অনেক সহজ হবে এবং হাজার হাজার রোগী উপকৃত হবেন।

অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মতিউর রহমান, অধ্যাপক ডা. ফরাদুল হক মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ মাসুম আলম।

/মেয়া/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়