ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৯, ২২ জুন ২০২৪  
মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম হাসিবুল ইসলাম। তিনি ডা. মো. নিয়াতুজ্জামানের স্থলাভিষিক্ত হয়েছেন। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২) শাখার সহকারী সচিব এম কে হাসান জাহিদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মরত আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এস এম হাসিবুল ইসলামকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক পদে বদলিপূর্বক পদায়ন করা হলো। 

একইসঙ্গে মুগদা মেডিকেলের বর্তমান পরিচালক ডা. মো. নিয়াতুজ্জামানকে আইইডিসিআরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। 

রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

এমএ/ইমন

সর্বশেষ

পাঠকপ্রিয়