ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যাদুর্গতদের চিকিৎসায় মেডিক্যাল টিম পাঠালো ঢামেক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৯, ৫ সেপ্টেম্বর ২০২৪  
বন্যাদুর্গতদের চিকিৎসায় মেডিক্যাল টিম পাঠালো ঢামেক

ফেনীতে বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধসহ ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম পাঠিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ওষুধসহ ঢাকা মেডিক্যাল থেকে ফেনীর উদ্দেশ্যে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ছয় সদস্য টিমের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক, দুজন নার্স ও দুজন কর্মচারী। বন্যা দুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রও পাঠানো হয়েছে।

ঢামেক পরিচালক বলেন, প্রয়োজনীয় যেসব ওষুধ দেওয়া হয়েছে সেগুলো হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের দেওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে। এর আগে (২৫ আগস্ট) ছয় সদস্যের আরও একটি সদস্যের মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল। মূলত সেখানে যারা কাজ করছেন, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এই ছয় সদস্যের মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

/এমএ/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়