ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ৮৮২

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩০, ১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৩৩, ১ ডিসেম্বর ২০২৪
ডেঙ্গুতে আরো ৬ মৃত্যু, হাসপাতালে ৮৮২

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৪ জন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮২ জন। ফলে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯২ হাজার ৩৫১ জন।

রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মৃত ৬ জনের মধ্যে চট্টগ্রাম বিভাগে ২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা বিভাগ, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহীতে একজন করে বাসিন্দা রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, হাসপাতালে নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ৬৭, চট্টগ্রাম বিভাগে ১৪১, ঢাকা বিভাগের বাইরে ২৩৩, ঢাকা উত্তর সিটিতে ১৪০, ঢাকা দক্ষিণ সিটিতে ১০৪, খুলনা বিভাগে ৯১, রাজশাহী বিভাগে ৫৪, ময়মনসিংহে ৩৩, রংপুরে ১১ এবং সিলেটে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়