ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিশুর জন্য মায়ের দুধই সেরা: স্বাস্থ্য উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৫ আগস্ট ২০২৫  
শিশুর জন্য মায়ের দুধই সেরা: স্বাস্থ্য উপদেষ্টা

উপদেষ্টা নূরজাহান বেগম

শিশু জন্মের পরপরই মায়ের দুধ খাওয়ানোর ওপর জোর দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। তিনি বলেন, “অনেক সময় নবজাতকের জন্মের পর প্রথম দুই–তিন দিনে পর্যাপ্ত দুধ আসে না, তখন চিকিৎসকরা ফরমুলা দুধ খাওয়ানোর পরামর্শ দেন।”

তিনি বলেন, “আপনারা মায়ের দুধ খাওয়ানোর পরামর্শ দিন। ফরমুলা দুধের পরামর্শ দেবেন না।”

আরো পড়ুন:

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। জাতীয় পুষ্টি প্রতিষ্ঠান এ আয়োজনে বিভিন্ন এনজিও ও আন্তর্জাতিক সংস্থার সহযোগিতা করে। এর আগে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরতে র‍্যালি হয়।

উপদেষ্টা বলেন, “এক সময় শাল দুধ (কোলস্ট্রাম) নিয়ে নানা কুসংস্কার ছিল। সচেতনতার কারণে এখন মানুষ শাল দুধ খাওয়াচ্ছেন।তারপরও উদ্বেগজনকভাবে মাতৃদুগ্ধ খাওয়ানোর হার কমে ৫৫ শতাংশে নেমে এসেছে।”

এ হার বাড়াতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

গর্ভাবস্থায় মাতৃদুগ্ধ উৎপাদনের প্রস্তুতির গুরুত্ব তুলে ধরে নূরজাহান বেগম বলেন, “গর্ভধারণের ছয় মাস পর থেকে মায়ের খাদ্যাভ্যাস ও যত্নের দিকে নজর দিতে হবে। মা ভালোভাবে খেলে ও যত্ন নিলে নবজাতকের জন্য যথেষ্ট দুধ তৈরি হবে।”

সামাজিক দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “আমাদের বাসা বাড়িতে যারা কাজ করেন, তাদের সন্তান জন্মের পরপরই কোলে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।কিন্তু আমরা অনেক সময় গৃহকর্মী নারীদের বাচ্চাকে কাছে আনার অনুমতি দিই না। এ বিষয়ে সবার ভাবা উচিত।”

অনুষ্ঠানে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সায়েদুর রহমান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডা. সারোয়ার বারী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুছ আলীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকরা।

ঢাকা/আসাদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়