ঢাকা     মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৭ ১৪৩১

বিজিবির সীমান্ত ব্যাংকের মূলধন ৪০০ কোটি টাকা

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ৮ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিজিবির সীমান্ত ব্যাংকের মূলধন ৪০০ কোটি টাকা

সংসদ প্রতিবেদক : বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের জন্য অনুমোদিত ‘সীমান্ত ব্যাংক লিমিটেড’ এর প্রাথমিক মূলধন ৪০০ কোটি টাকা বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

 

সোমবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে সংরক্ষিত নারী আসন-৪২ এর সংসদ সদস্য নুরজাহান বেগমের প্রশ্নের উত্তরে এ কথা জানান মন্ত্রী।

 

তিনি আরো জানান, সীমান্ত ব্যাংক সাধারণ গ্রাহকদের কল্যাণে অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো বিভিন্ন সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ জনকল্যাণমুখী একটি আধুনিক ব্যাংক হিসেবে পরিচালিত হবে, এই মর্মে বিজিবি কর্তৃপক্ষ উল্লেখ করেছে।

 

ব্যাংকটির সমুদয় অর্থ কর্মরত ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও তাদের ওপর নির্ভরশীলগণের নানা কল্যাণে সহায়তা করবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ ফেব্রুয়ারি ২০১৬/এনআর/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়