ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

রাসায়নিক দিয়ে ভিজিয়ে শ্রমিকদের জীবাণুমুক্তকরণ!

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৮, ৩১ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাসায়নিক দিয়ে ভিজিয়ে শ্রমিকদের জীবাণুমুক্তকরণ!

মহামারি করোনা ভাইরাস থেকে মুক্ত হতে সবাইকে জীবাণুমুক্ত থাকা জরুরি। তাই বলে জীবাণুনাশক রাসায়নিকযুক্ত পানি দিয়ে গোসল! যে কেউ এটাকে বাড়াবাড়ি ও অমানবিক বলবে।

ভারতের উত্তরপ্রদেশের বরেলীর একটি চেক পয়েন্টে অন্য রাজ্য থেকে আসা এক দল শ্রমিকদের সঙ্গে শুদ্ধকরণের নামে এমন অমানবিক ঘটনা ঘটেছে।

আনন্দবাজার পত্রিকার বিবরণে এসেছে, রাস্তার পাশে পিঠে ব্যাগ, মালপত্র-সহ এক দল লোক নীচু হয়ে বসে আছে। তাদের ঘিরে ধরে পুরো শরীর ভিজিয়ে দেওয়া হচ্ছে জীবাণুনাশক রাসায়নিকে। যারা সেই স্প্রে করছেন, তাদের মাথা থেকে পা পর্যন্ত ঢাকা বিশেষ পোশাকে। কিন্তু যাদের রাসায়নিকে গোসল করানো হচ্ছে, তাদের পরণে সাধারণ জামাকাপড়।

করোনাভাইরাস সংক্রমণের মোকাবিলা করতে এমন ব্যবস্থা। ওই ঘটনার ৩১ সেকেন্ডের ভিডিও সোশ্যাল মিডিয়ায় এরই মধ্যে ছড়িয়ে পড়ছে।

উত্তরপ্রদেশে প্রশাসন বলছে, সরকারের দেওয়া বাসে করে ৩০ মার্চ দিল্লি, হরিয়ানা ও নয়ডা থেকে এক দল শ্রমিককে নিয়ে আসা হয়েছিল। বরেলীর একটি চেক পয়েন্টে পৌঁছনোর পরে তাদের বাড়ি যেতে দেওয়া হয়নি। স্যাটেলাইট বাসস্ট্যান্ডের কাছে রাস্তার ধারে শিশু থেকে বৃদ্ধ সবাইকে উবু হয়ে বসিয়ে জীবাণুনাশক রাসায়নিকে স্নান করানো হয়। পুলিশ এবং স্বাস্থ্য দফতরের কর্মীদের উপস্থিতিতেই গোটা ঘটনাটি ঘটেছে। ভিডিওতে এক পুলিশকর্মীকে বলতে শোনা গিয়েছে, ‘চোখ বন্ধ করো। বাচ্চাদের চোখ ঢেকে রাখো।’

বরেলীতে কোভিড-১৯-এর দায়িত্বপ্রাপ্ত নোডাল অফিসার অশোক গৌতম জানিয়েছেন, স্যানিটাইজ়ার ও জলের সঙ্গে ক্লোরিন মিশিয়ে শ্রমিকদের স্নান করানো হয়েছে। ওদের জীবাণুমুক্ত করা দরকার ছিল। জীবাণুনাশক স্প্রে করার সময় ওদের চোখ বন্ধ রাখতে বলেছিলাম।’

যদিও দমকল বিভাগের প্রধান জানিয়েছেন, সরকারি বাসগুলিকে জীবাণুমুক্ত করতে সোডিয়াম হাইপোক্লোরাইট ব্যবহার করা হচ্ছে।

যদিও সংশ্লিষ্ট সরকারি কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বরেলীর জেলাশাসক।

ঘটনাটি নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধী টুইটে লিখেছেন, ‘এমন অমানবিক কাজ করবেন না। শ্রমিকেরা এমনিতেই অনেক কষ্ট সহ্য করছেন। ওদের এ ভাবে রাসায়নিক দিয়ে স্নান করাবেন না। এতে ভালো হবে না, বরং ওদের ক্ষতিই হবে।’

টুইটে এক নাগরিক লিখেছেন, করোনা আক্রান্ত দেশ থেকে যখন প্রবাসী ভারতীয়দের ফেরানো হল, তখন তাদের সঙ্গে তো এমন আচরণ করা হয়নি। ভারত কি শুধু ধনীদের?’ আর এক জনের প্রশ্ন, ‘করোনা নির্মূল করতে চান, নাকি নিরীহ মানুষকে?’



এম এ রহমান/এসএম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়