ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

রাশিয়ায় করোনার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৩, ১০ মে ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
রাশিয়ায় করোনার হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু

মস্কোর হাসপাতালে অগ্নিকাণ্ড

রাশিয়ার রাজধানী মস্কোকে করোনাভাইরাসের রোগীদের চিকিৎসা চলছে, এমন একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার এ দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং ২০০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম মস্কো টাইমস।

শহরের উত্তরে অবস্থিত দ্য স্পাসোকুকোতস্কাই নামের হাসপাতালে শুক্রবার ৭০০ কোভিড-১৯ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছিল।

কীভাবে আগুন লেগেছে কিংবা এর প্রভাবে করোনা রোগীরা আহত হয়েছেন কিনা স্পষ্ট নয়। মস্কোর জরুরি সেবায় নিয়োজিত এক কর্মকর্তা বলেছেন, ‘প্রথম ফ্লোরের একটি রুমে আগুনের সূত্রপাত হয়। আগুন তাড়াতাড়ি নেভানো হয়েছে।’

বিভিন্ন বার্তা সংস্থা জানিয়েছে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। অবশ্য এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি।

মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন টুইটারে লিখেছেন, সব রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তাদের কতজন করোনা রোগী তা জানা যায়নি।



ঢাকা/ফাহিম

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ