ঢাকা     রোববার   ১৯ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

প্রথমবারের মতো মুসলিমদের কাছে ভোট চাইলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ৭ মে ২০২৪  
প্রথমবারের মতো মুসলিমদের কাছে ভোট চাইলেন মোদি

লোকসভা নির্বাচন চলাকালে প্রথমবার সংখ্যালঘু মুসলিমদের কাছে সরাসরি ভোট চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বিজেপিকে ভোট দেওয়ার ব্যাপারে মুসলমানদের কাছে অনুরোধ জানিয়েছেন।

মোদি সংখ্যালঘু মুসলিমদের উদ্দেশে বলেছেন, ‘প্রথমবার আমি মুসলিম সম্প্রদায়ের কাছে আর্জি জানাচ্ছি। আপনারা আত্মসমীক্ষা করুন। নিজেদের সন্তানদের ভবিষ্যতের কথা ভাবুন।’

২০২৪ সাধারণ নির্বচনের তৃতীয় পর্বের ভোট মঙ্গলবার শেষ হয়েছে। তিন পর্বে অর্ধেকের বেশি আসনে ভোটগ্রহণ হয়ে গেছে। 

তৃতীয় পর্বের ভোটের ঠিক আগের দিন টাইমস নাউকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বললেন, ‘আমি মুসলিম সমাজকে বলছি, শিক্ষিত মুসলিমদের বলছি। আপনারা ভাবুন, আত্মসমীক্ষা করুন। আপনারা এত পিছিয়ে কেন? এই দুর্দশার কারণ কংগ্রেস নয় তো? আপনারা যে ভাবেন আমরাই কুরসিতে বসাই, আমরাই সরাই, এতে নিজের সন্তানের ক্ষতি করছেন না তো?’

মোদির দাবি, ‘আজ গোটা দুনিয়ার মুসলমানরা বদলে যাচ্ছে। আরব দেশগুলোতেও এখন যোগ ব্যায়াম শিক্ষার প্রতি আগ্রহ বাড়ছে। আরবের বহু দেশে যোগ ব্যায়াম এখন পাঠক্রমে পড়ানো হয়। অথচ এখানে আমি যোগশিক্ষার কথা বললেই হিন্দু-মুসলমান করা হবে।’

মুসলিম সমাজের প্রতি ভারতীয় প্রধানমন্ত্রীর আবেদন, ‘আপনারা বিজেপি কর্মীদের সঙ্গে মেলামেশা করুন। বিজেপির পার্টি অফিসে আসুন। আপনাদের ভুল ধারনা মন থেকে সরান। কেউ আপনাকে তাড়িয়ে দেবে না।’

দ্বিতীয় দফা ভোটের আগে থেকেই মোদি হিন্দু-মুসলিম মেরুকরণের মরিয়া চেষ্টা করেছিলেন। দ্বিতীয় পর্বেই ‘মঙ্গলসূত্র’, ভোটব্যাঙ্ক, অনুপ্রবেশকারীর মতো শব্দ তার মুখে শোনা গিয়েছিল।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়