ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিটলারের মতো দেখতে তিনি, অতঃপর ...

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৭, ১৪ ফেব্রুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
হিটলারের মতো দেখতে তিনি, অতঃপর ...

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় বিশ্বযুদ্ধে খলনায়ক এডলফ হিটলারের মতো দেখতে এক ব্যক্তিকে আটক করেছে অস্ট্রিয়ান পুলিশ।

হিটলারের জন্মশহর ব্রাউনাউয়ে লোকটিকে একাকী ঘোরাঘুরি করতে দেখে সন্দেহভাজন হিসেবে তাকে আটক করা হয়।

২৫ বছর বয়সের লোকটির অবিকল হিটলারের মতো চেহারা, তার মতো গোঁফ, চুল- এ যেন হিটলারের কার্বন কপি।

১৮৮৯ সালের ২০ এপ্রিল ব্রাউনাউ শহরে জন্মগ্রহণ করেন হিটলার। নাৎসি অনুসারীদের কাছে হিটলারের জন্মস্থান তীর্থভূমির মতো।

লোকটি নিজেকে হ্যারল্ড হিটলার হিসেবে পরিচয় দিয়েছেন। ১৯৪৭ সালে প্রণীত অস্ট্রিয়ার আইন অনুযায়ী, নাৎসি আদর্শ প্রচার নিষিদ্ধ। এ অভিযোগে তাকে আটক করা হয়েছে।

অস্ট্রিয়ান পুলিশের মুখপাত্র ডেভিড ফার্টনার দাবি করেছেন, লোকটি নিঃসন্দেহে হিটলারের আদর্শ প্রচার করেছেন।

হিটলার যে বাড়িতে জন্মগ্রহণ করেন তার আশপাশে লোকটিকে ঘুরতে দেখে তার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। এ থেকে লোকটি সম্পর্কে জানতে পারে পুলিশ এবং পরে তাকে আটক করে।

 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ ফেব্রুয়ারি ২০১৭/রাসেল পারভেজ/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়