ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাসেল পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৬, ১৪ সেপ্টেম্বর ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : প্রাক্তন ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে বিচারাধীন আদালত অবমাননা মামলায় হাজির না হওয়ায় বৃহস্পতিবার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

আগামী ২৫ সেপ্টেম্বর তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। এ সময়ের মধ্যে গ্রেপ্তার এড়িয়ে জামিন পেতে ১ লাখ রুপির বন্ড জমা দিতে বলা হয়েছে তাকে।

পিটিআইয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য কিন্তু দল ছেড়ে বেরিয়ে যাওয়া আকবর এস বাবর নামে এক নেতা ইমরান খানের বিরুদ্ধে মামলা করেন। সেই মামলার শুনানির জন্য আজ আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান আদালতকে জানান, তার মক্কেল দেশের বাইরে ছিলেন। আদালতের কাজ শুরু হওয়ার এক ঘণ্টা আগে ফিরেছেন। ফলে তিনি হাজির হতে পারেননি। কিন্তু তার বক্তব্য গ্রহণ করেননি আদালত।

তথ্যসূত্র : ডন অনলাইন


 

রাইজিংবিডি/ঢাকা/১৪ সেপ্টেম্বর ২০১৭/রাসেল পারভেজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়