ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিন-জিনপিংয়ের বিরল কোলাকুলি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৭ মে ২০২৪   আপডেট: ১৯:০৫, ১৭ মে ২০২৪
পুতিন-জিনপিংয়ের বিরল কোলাকুলি

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বিরল কোলাকুলির মাধ্যমে মস্কো-বেইজিং সম্পর্কের নতুন যুগের সূচনা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অবশ্য জিনপিংকে রাশিয়ার ঐতিহ্যবাহী চুম্বন দেননি পুতিন।

ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার সাথে লড়াই করছে। চীনের সাথে দেশটির বাণিজ্যিক নির্ভরতা ক্রমশ বেড়েই চলছে। কোয়ান্টাম কম্পিউটিং থেকে গুপ্তচরবৃত্তি এবং কঠোর সামরিক শক্তির ক্ষেত্রে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করছে এখন দুই দেশ।

আরো পড়ুন:

প্রেসিডেন্ট জিনপিং আবেগের উষ্ণ প্রকাশ থেকে বরাবরই কিছুটা দূরে থাকেন। তবে বৃহস্পতিবার কোলাকুলির সময় তিনি পুতিনের কাঁধ আঁকড়ে ধরেছিলেন। দুই রাষ্ট্রপ্রধান একবার নয় বরং দুবার পরস্পরকে জড়িয়ে ধরেছিলেন।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্য সিসিটিভির ফুটেজে দেখা গেছে, চীনের রাজধানী বেইজিংয়ের ঝোংনানহাই ভবনে বৃহস্পতিবার সন্ধ্যায় দুই রাষ্ট্রপ্রধান পরস্পরকে আলিঙ্গন করছেন। এসময় তাদের সহযোগী ও কর্মকর্তারা পাশে দাঁড়িয়েছিলেন। তাদের কেউ কেউ হাততালিও দিয়েছেন।

বৈঠক ও আলিঙ্গন শেষে দুই রাষ্ট্রপ্রধান দীর্ঘ যৌথ বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে জিনপিং বলেছেন, ‘চীন-রাশিয়া সম্পর্ক অনেক কষ্টার্জিত এবং দুই পক্ষের উচিত একে লালন ও আরও সমৃদ্ধ করা।’

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়