ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বিতর্কে বন্ধ রাখা হবে ট্রাম্প ও  বাইডেনের মাইক্রোফোন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২০ অক্টোবর ২০২০  
বিতর্কে বন্ধ রাখা হবে ট্রাম্প ও  বাইডেনের মাইক্রোফোন

গত মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে অনুষ্ঠিত বিতর্কের তিক্ত স্মৃতি এখনও মার্কিনিদের মন থেকে হয়তো মুছে যায়নি। দেশটির নির্বাচনী বিতর্কের ইতিহাসে এটি ছিল সবচেয়ে বিশৃঙ্খল বিতর্ক অনুষ্ঠান। দুই প্রার্থী একে অপরের কথায় বাধা দিয়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছিলেন তা এড়াতে এবার শেষ বিতর্ক অনুষ্ঠানটিতে তাদের মাইক্রোফোন বন্ধ রাখা হবে।

৩ নভেম্বরের ভোটের আগে টেনেসির ন্যাশভিলে হতে যাচ্ছে এই বিতর্ক অনুষ্ঠান।

বিবিসি জানিয়েছে, প্রথম বিতর্কে ট্রাম্প ধারাবাহিকভাবে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ও সঞ্চালকের কথার মাঝখানে কথা বলে হট্টগোল বাধিয়েছিলেন। এবারের বিতর্কে দুই প্রার্থীকে ২ মিনিট করে তাদের বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হবে। ওই সময় তারা যেন বাধাহীনভাবে কথা বলতে পারেন, সেজন্য মিউট বাটন ব্যবহার করে অন্য প্রার্থীর মাইক্রোফোন বন্ধ রাখা হবে।

বিতর্কের আয়োজক প্রতিষ্ঠান কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেটস এক বিবৃতিতে বলেছে, উভয় প্রচার শিবিরের সঙ্গে আলোচনার পর আমরা অনুধাব করতে পেরেছি যে, আজ ঘোষিত এই পদক্ষেপে কোনো পক্ষই পুরোপুরি সন্তুষ্ট নয়। এক জন হয়তো ভাবতে পারেন তারা হয়তো অনেক কিছু বলতে পারবেন এবং অপর জন হয়তো ভাবতে পারেন তারা খুব বেশি বলতে পারেননি।’

এতে বলা হয়েছে, ‘আমরা স্বস্তিবোধ করবো যে, এই পদক্ষেপ সঠিক ভারসাম্য বজায় রাখবে এবং যাদের জন্য এই বিতর্ক হচ্ছে সেই আমেরিকান জনগণের পক্ষে থাকবে।’

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়