ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা ঠেকালো নিরাপত্তা বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৯, ১৫ নভেম্বর ২০২০   আপডেট: ১৮:২৪, ১৫ নভেম্বর ২০২০
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা ঠেকালো নিরাপত্তা বাহিনী

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনায়ানকে হত্যার ক্ষমতা দখলের চেষ্টা প্রতিহত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার দেশটির ন্যাশনাল সিকিউরিটি সার্ভিস (এনএসএস) এ তথ্য জানিয়েছে।

নাগরনো-কারাবাখ নিয়ে আজারবাইজানের সঙ্গে চুক্তির জেরে দেশে ব্যাপক চাপের মুখে রয়েছেন পাশিনায়ান। মঙ্গলবার দেশটিতে চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা তার পদত্যাগ দাবি করেছে।

আরো পড়ুন:

এনএসএস জানিয়েছে, প্রধানমন্ত্রীকে হত্যা ও অভ্যুত্থানের চেষ্টার অভিযোগে এনএসএসের প্রাক্তন প্রধান আরতুর ভানেতসায়ান, রিপাবলিকান পার্টির প্রাক্তন প্রধান ভাহরাম বাঘদাসারায়ান এবং যুদ্ধ স্বেচ্ছাসেবী আশত মিনাসায়ানকে গ্রেপ্তার করা হয়েছে।

এক বিবৃতিতে নিরপত্তা সংস্থাটি বলেছে, ‘সন্দেহভাজনরা প্রধানমন্ত্রীকে হত্যার পর অবৈধভাবে ক্ষমতা দখল করার পরিকল্পনা করছিল এবং তার পরিবর্তে ক্ষমতায় সম্ভাব্য অন্য কাউকে বসানোর আলোচনাও তারা করেছিল।’

গত কয়েক দশক ধরে নাগরনো-কারাবাখের কালবাজার জেলাটি দখল করে রেখেছিল আর্মেনীয় বংশোদ্ভূতরা। প্রায় ছয় সপ্তাহ ধরে নাগরনো-কারাবাখ নিয়ে লড়াইয়ের পর আজারবাইজানের সঙ্গে শান্তিচুক্তি করে আর্মেনিয়া। কয়েক দফা চুক্তি ভঙ্গের পর গত সপ্তাহে নাগরনো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে রাশিয়া। নতুন চুক্তির আলোকে যুদ্ধের মাধ্যমে আজারবাইজান নাগরনো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুশাসহ যেসব এলাকা দখলে রেখেছে সেগুলো তাদের দখলেই থাকবে। আর আর্মেনীয় বংশোদ্ভূত নাগরনো-কারাবাখের বাহিনী যেসব স্থানে হামলা চালিয়েছে সেসব স্থান থেকে তাদেরকে পহেলা ডিসেম্বরের মধ্যে সরে যেতে হবে।

চলতি সপ্তাহের প্রথম দিকে পাশিনায়ান বলেছিলেন, আরও এলাকা যাতে হারাতে না হয় সেজন্য চুক্তি করা ছাড়া তার কোনো উপায় ছিল না। পিছু হটার দায় তিনি ব্যক্তিগতভাবে নিচ্ছেন। তবে ক্ষমতা থেকে তিনি সরবেন না।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়