ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আর্মেনিয়ার ৩ মন্ত্রী বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪৩, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ১১:১৩, ২১ নভেম্বর ২০২০
আর্মেনিয়ার ৩ মন্ত্রী বরখাস্ত

আর্মেনিয়া সরকার শুক্রবার তিন মন্ত্রীকে জরুরিভিত্তিতে বরখাস্ত করেছে। তার মধ্যে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী, শ্রম ও সামাজ কল্যাণ মন্ত্রী এবং জরুরি অবস্থার মন্ত্রী। রাষ্ট্রপতি আর্মেন সারকিসান এক ডিক্রি জারির মাধ্যমে তাদের বরখাস্ত করেন।

নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ভাগারসাক হারুতায়্যুনকে।

আরো পড়ুন:

মূলত আজারবাইনের সঙ্গে যুদ্ধরত অবস্থায় হঠাৎ শান্তিচুক্তি করে নির্ধারিত এলাকা ছেড়ে দেওয়ার প্রেক্ষিতে আর্মেনিয়ায় যে গণ-আন্দোলন চলছে তার জের ধরেই তিন মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। 

আজারবাইজানের নাগোর্নো-কারাবাখ অঞ্চল ১৯৯১ সাল থেকে আর্মেনিয়ার দখলে ছিল। কিন্তু ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া যুদ্ধে রাশিয়ার মধ্যস্থতায় সেটি হাতছাড়া হলো তাদের। ৪৪ দিনের যুদ্ধ শেষে ১০ নভেম্বর দুটি দেশ যুদ্ধবিরতি ঘোষণা করে এক চুক্তি স্বাক্ষর করে। যেটি আর্মেনিয়ার পরাজয়ের সামিল।

এই ঘটনার পর থেকে আর্মেনিয়ায় সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ও গণ-আন্দোলন চলছে।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়