ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

ভারতের করোনার টিকার দাম ২৫০ রুপি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৭, ৮ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৮:০৪, ৮ ডিসেম্বর ২০২০
ভারতের করোনার টিকার দাম ২৫০ রুপি

ভারতের টিকা উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউটের প্রতি ডোজ করোনার টিকার দাম ২৫০ রুপি হতে পারে। এ ব্যাপারে সরকারের সঙ্গে প্রতিষ্ঠানটির একটি চুক্তি স্বাক্ষর হওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, সিরামের ডোজ প্রতি টিকার দাম নির্ধারিত হতে পারে ৩ দশমিক ৩৯ মার্কিন ডলার বা ২৫০ রুপি।

এর আগে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, সাধারণ বাজারে করোনা টিকার দাম  প্রায় এক হাজার রুপি হতে পারে। কিন্তু সরকার এককভাবে বিপুল পরিমাণ টিকা নেওয়ায় দাম অনেকটাই কম পড়ছে। অন্য দেশে সরবরাহের আগে ভারতীয়দের মধ্যে টিকা বিতরণের ওপর জোর দেবে সিরাম।

ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে ৯ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে। ধারণরা করা হচ্ছে প্রথম ধাপে সিরাম ইনিস্টিটিউটের কাছ থেকে ছয় কোটি টিকা পাবে ভারত সরকার।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়