ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

করোনার টিকা দিতে নাগরিকদের নাম তালিকাভুক্তি শুরু সৌদিতে

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ১৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৭:১১, ১৫ ডিসেম্বর ২০২০
করোনার টিকা দিতে নাগরিকদের নাম তালিকাভুক্তি শুরু সৌদিতে

করোনার টিকার জন্য নাগরিক ও বিদেশি বাসিন্দাদের নাম তালিকাভুক্তি শুরু করেছে সৌদি আরব। মঙ্গলবার দেশটির সরকারি বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যারা সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন টিকা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এই তালিকায় রয়েছেন, সামরিক বাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্য, চিকিৎসক, জটিল এলাকাগুলোতে কর্মরত জরুরি সেবা বিভাগের কর্মী, ষাটোর্ধ্ব ব্যক্তি, স্থূল ব্যক্তি, হাপানি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ব্যক্তি, অসুস্থ স্বাস্থ্যকর্মী এবং শেষ ধাপে রয়েছে টিকা পাওয়ার যোগ্য ব্যক্তিরা।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, যাদেরকে টিকা দেওয়া হবে তাদেরকে আগেই সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান হেনরিয়েতা ফোর বলেছেন, কোভিড-১৯ এর টিকার ক্ষেত্রে শিক্ষক, সম্মুখ সারির স্বাস্থ্যকর্মী এবং অতিঝুঁকিতে থাকা ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া উচিত। 

ঢাকা/শাহেদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়