ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোদিকে না ঠেকালে ভারত ভেঙে টুকরো হবে

আনু মোস্তফা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৭, ১৫ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মোদিকে না ঠেকালে ভারত ভেঙে টুকরো হবে

লালুপ্রসাদ যাদব

ডেস্ক রিপোর্ট
ঢাকা, ১৫ ফেব্রুয়ারি : নরেন্দ্র মোদিকে ঠেকানো জরুরি। মোদি প্রধানমন্ত্রী হলে ভারত ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। এই হুঁশিয়ারি দিয়েছেন ভারতের ক্ষমতাসীন কংগ্রেস জোটের অন্যতম শরিক রাষ্ট্রীয় জনতা দল-আরজেডির প্রধান লালুপ্রসাদ যাদব। খবর দিয়েছে বকসার টাইমস।

শুক্রবার পাটনার বাসভবনে বিহারের সাবেক এই মুখ্যমন্ত্রী এমন আশঙ্কার কথা খোলাখুলি জানালেন সাংবাদিকদের কাছে। তিনি বলেন, মোদিকে রুখতে হলে ভারতের ধর্মনিরপেক্ষ আঞ্চলিক দলগুলোকে কংগ্রেসের সঙ্গে জোট করতে হবে। এ জন্য তিনি বিহারের আরেক আঞ্চলিক দল লোক জনশক্তি পার্টির প্রধান রামবিলাস পাসোয়ান ও কাশ্মীরের ওমর আবদুল্লাহকেও এগিয়ে আসতে বলেন।

লালু বলেন, মোদি ভারতকে ভেঙে খানখান করে দেবেন।  ভারতে ১৯৪৭ সালের মতো হৃদয়বিদারক ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। ওই সময় ভারত ভেঙে দুটি দেশ হয়েছে। এবার ভারত ভাঙলে ২০টি দেশ হবে। এ যন্ত্রণা ভারতবাসী সইতে পারবে না।

বামদের প্রসঙ্গ তুলে লালু আরো বলেন, ‘বামরা প্রকৃত অর্থেই ধর্মনিরপেক্ষ। তারা বিজেপির মতো সাম্প্রদায়িক দলগুলোকে কখনোই সমর্থন করেন না। তাদের জন্য আমারও মন কাঁদে কিন্তু আমি কংগ্রেসের সঙ্গে থাকব। কংগ্রেস একটি সর্বভারতীয় দল।’  তিনি রামবিলাস পাসোয়ানকে কংগ্রেসের সঙ্গে থাকার অনুরোধ করেন।

উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে লালুর দল আরজেডি বিহারের ৪০ লোকসভা আসনের মধ্যে ২৪টিতে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে লোকশক্তি পার্টির সঙ্গে সমঝোতা হলে তারা ছাড় দিতে চায়।

লালু বলেন, ‘আমরা মোদিকে রুখতে সর্বোচ্চ ত্যাগের জন্য প্রস্তুত আছি। মোদি মউত কা সওদাগর।’

 

 

রাইজিংবিডি / আনু মোস্তফা / আবু মো.

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়