Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৬ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১১ ১৪২৮ ||  ১৭ সফর ১৪৪৩

 ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ২০ জানুয়ারি ২০২১   আপডেট: ০১:৩৮, ২১ জানুয়ারি ২০২১
 ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বাইডেন

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো  বাইডেন। বুধবার ক্যাপিটল হিলে তিনি এ শপথ নেন।

স্থানীয় সময় বেলা ১১টা ৩০ মিনিটের দিকে শপথ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন বাইডেনের বন্ধু হিসেবে পরিচিত সঙ্গীত শিল্পী লেডি গাগা। এর পর জর্জিয়ার দমকল বাহিনীর পক্ষে বক্তব্য রাখেন ক্যাপ্টেন আন্দ্রে হল। ভাইস প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসকে শপথ পড়ান সুপ্রিম কোর্টের বিচারপতি সোনিয়া সতোমায়র।

কামালার শপথ নেওয়ার পর সঙ্গীত পরিবেশন করেন জেনিফার লোপেজ। এরপর যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে বাইডেন শপথ বাক্য পাঠ করেন। তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি জন রবার্ট।

অনুষ্ঠানে হাজির ছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। সদ্য প্রাক্তন হওয়া প্রেসিডেন্ট ট্রাম্প হাজির না থাকলেও তার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়