‘যুক্তরাষ্ট্রকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই’
আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার (২০ জানুয়ারি) দুপুর ১১টায় ওয়াশিংটনে মার্কিন কংগ্রেস ভবন ক্যাপিটল বিল্ডিংয়ের ওয়েস্ট ফ্রন্টে তিনি শপথ নেন।
সংবিধানের রীতি অনুযায়ী বাইডেনকে শপথ বাক্য পাঠ করান দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচরপতি জন রবার্টসন।
শপথ নেওয়ার পর দেওয়া ভাষণে বাইডেন বিভিন্ন বিষয় তুলে ধরেন। অনৈক্য, বিভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে নতুন করে শুরু করার আহ্বান জানান। তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান ভাবমূর্তি পেছনে ফেলে আবার বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বাইডেন বলেন, ‘আজ আমেরিকার দিন। এটি গণতন্ত্রের দিন। এই দিনটি ইতিহাস ও আশার দিন। আমরা আবার শিখেছি গণতন্ত্র মূল্যবান এবং এই মুহূর্তে গণতন্ত্র বিরাজ করছে। ঐক্যই আমাদের এগিয়ে যাওয়ার উপায়। ঐক্যবদ্ধ থাকলে সব কিছুই পরিবর্তন করা সম্ভব। আপনারা জানেন যুক্তরাষ্ট্রের ইতিহাস নানা সংঘাতের মধ্য দিয়ে চলার ইতিহাস। আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে এসব মোকাবেলি করে উতরে গেছি। এখনও ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নাই। এক্যবদ্ধ হওয়া ছাড়া শান্তিও নাই। আমার সমস্ত সত্ত্বাজুড়ে একটাই আকুতি— আমরা ঐক্যবদ্ধ হবো। আমি সব মার্কিনীদের আমার সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানাই।’
সকলকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘যারা আমাদের সমর্থন করেছেন তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আপনারা আমার ওপর বিশ্বস রেখেছেন। আর যারা সমর্থন করেননি তাদের বলছি, আমি সকল আমেরিকানদের প্রেসিডেন্ট। আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, যারা আমাকে সমর্থন করেননি তাদের জন্যও কঠোর লড়াই করবো।’
তার ২০ মিনিটের ভাষণে কিছুদিন আগে ক্যাপিটল হিলে ঘটা সহিংসতার বিষয়টিও তুলে আনেন, ‘যেখানে দাঁড়িয়ে আমি ভাষণ দিচ্ছি, সেখানে কয়েকদিন আগে সহিংসতা ঘটেছে। যা ক্যাপিটল হিরের ভিত নাড়িয়ে দিয়েছে।’
তিনি বিশ্বের বিভিন্ন জোটের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আমরা বিভিন্ন জোটগুলোতে আবার যোগ দিবো। সম্পর্ক মেরামত করবো এবং বিশ্বের সঙ্গে আবার একত্রিত হয়ে কাজ করবো। এটা কেবল পেছনের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য নয়, বরং আজ ও আগামীর চ্যালেঞ্জগুলো মোকাবিলারর জন্য। চলুন সবকিছু নতুন করে শুরু করি।’
একে-অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে মার্কিনিরা যে জাতি হিসেবে শ্রেষ্ঠ সেটা প্রমাণ করতে হবে উল্লেখ করে বাইডেন বলেন, ‘চলুন নতুন করে শুরু করি। আমরা একে অন্যকে শ্রদ্ধা করা শুরু করি। চলমান ভাবমূর্তির চেয়ে যুক্তরাষ্ট্র অনেক ভালো দেশ। মার্কিনরা জাতি হিসেবে শ্রেষ্ঠ। সেটা আমাদের প্রমাণ করতে হবে। আবারও যুক্তরাষ্ট্রকে বিশ্ব নেতৃত্বের আসনে নিয়ে যেতে চাই।’
ঢাকা/আমিনুল
আরো পড়ুন