ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৪, ৩০ এপ্রিল ২০২১  
ব্রাজিলে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়ালো

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে ব্রাজিলে। মার্কিন যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় দেশ হিসেবে মৃতের সংখ্যায় ৪ লাখ ছাড়ালো লাতিন আমেরিকার দেশটি। খবর আনাদোলু এজেন্সির।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী গেল ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ৩ হাজার ১ জনের মৃত্যু হয়। এর মধ্য দিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে হয় ৪ লাখ ১ হাজার ১৮৬ জন।

গেল ২৪ ঘণ্টায় ব্রাজিলে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৩৮৯ জন। তাতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১ কোটি ৪৫ লাখ।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে ছড়ানোর পর এ পর্যন্ত বিশ্বের ১৯২টি দেশের ৩১ লাখ ৫০ হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই ভাইরাস। বিশ্বব্যাপী ১৫ কোটির অধিক মানুষ আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। সেরে উঠেছে ৮ কোটি ৭০ লাখ মানুষ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়