ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৯ বছর বয়সেই কে-টু পর্বতের চূড়ায়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৫, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১৭:১৭, ২৮ জুলাই ২০২১
১৯ বছর বয়সেই কে-টু পর্বতের চূড়ায়

১৯ বছর বয়সেই কে-টু পর্বত জয় করলেন পাকিস্তানের শেহরোজ কাসিফ। এর মধ্য দিয়ে তিনি পাকিস্তানের সর্বকনিষ্ঠ কে-টু পর্বত বিজয়ীর খেতাব পেলেন। 

মঙ্গলবার (২৭ জুলাই) সকাল ৮টা ১০ মিনিটে কে টু পর্বতের ২৮ হাজার ২৫১ ফুট উচ্চতায় পৌঁছে যান। পাকিস্তানের আলপাইন ক্লাব বিষয়টি নিশ্চিত করেছে।

কাসিফ ১৭ বছর বয়সে বিশ্বের ১২তম উচু পর্বত ব্রড পিকে আরোহণ করে তাক লাগিয়ে দিয়েছিলেন। গত মে মাসে তিনি মাউন্ট এভারেস্টের চূড়ায় ওঠেন। এর মাধ্যমে তিনি এভারেস্ট জয়ী সর্বকনিষ্ঠ পাকিস্তানির খেতাব পান।

কে-টু পর্বতটি পাকিস্তানের উত্তরাঞ্চলে চীনের সীমান্তে অবস্থিত। কারাকোরাম রেঞ্জে থাকা এই পর্বতটিকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর পর্বত বলেও আখ্যায়িত করা হয়। এখানে শীতকালীন সামিট সবসময়ই বেশ চ্যালেঞ্জিং হয়ে থাকে। 



 

ঢাকা/সাব্বির

সর্বশেষ

পাঠকপ্রিয়