ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কাবুলের কাছাকাছি তালেবান

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৪, ১৩ আগস্ট ২০২১   আপডেট: ২২:৫৫, ১৩ আগস্ট ২০২১
কাবুলের কাছাকাছি তালেবান

আফগানিস্তানের রাজধানী কাবুলের কাছাকাছি চলে এসেছে তালেবান। আগামী কয়েক দিনের মধ্যেই তারা কাবুলের উপকণ্ঠে হাজির হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা।

গত মে মাসে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। সেপ্টম্বরে সব সেনা প্রত্যাহারের কথা থাকলেও জুলাইয়ের মধ্যেই প্রায় সব সেনা দেশে ফিরিয়ে নেয় ওয়াশিংটন। যুক্তরাজ্যসহ ন্যাটো জোটের অন্য সদস্যরাও আফগানিস্তান থেকে তাদের সেনা প্রত্যাহার করে নেয়। এরপর থেকেই আফগানিস্তানের বিভিন্ন এলাকা দ্রুত দখল শুরু করে তালেবান। গত আট দিনে তারা দেশটির ১৮টি প্রাদেশিক রাজধানী দখল করেছে। এর মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কান্দাহার ও হেরাত ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে তারা দখল করে নিয়েছে। ইতোমধ্যে তারা কাবুলের ৮০ কিলোমিটার  দূরে চলে এসেছে।

আরো পড়ুন:

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই তারা কাবুলের কাছাকাছি চলে আসতে পারে তালেবান। তবে আফগান নিরাপত্তা বাহিনী তালেবানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে পারবে বলে ওয়াশিংটন প্রত্যাশা করছে।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়