ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৮

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৭, ১৫ আগস্ট ২০২১   আপডেট: ১৮:৫৭, ১৫ আগস্ট ২০২১
লেবাননে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৮

লেবাননের উত্তরাঞ্চলে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭৯ জন। রোববার ভোররাতে এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

সামরিক ও নিরাপত্তা বাহিনী সূত্র জানিয়েছে, কালোবাজারিদের লুকিয়ে রাখা একটি জ্বালানি ট্যাংকার জব্দ করেছিল সেনাবাহিনী। বিস্ফোরণের সময় ট্যাংকারে থাকা জ্বালানি স্থানীয়দের মধ্যে বিতরণ করা হচ্ছিল।

তীব্র জ্বালানি সংকটে ভুগছে লেবানন। জ্বালানি তেলের জন্য দেশটির পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বাসিন্দাদের। অনেকে এই সুযোগে কালোবাজারে তেল বিক্রি করছে।

রয়টার্স জানিয়েছে, লেবাননের অন্যতম দরিদ্র অঞ্চল আক্কারের আলতালিল শহরে ট্যাংকার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই সময় ঘটনাস্থলে প্রায় ২০০ লোক উপস্থিত ছিল। হতাহতদের মধ্যে সেনা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। 

নিরাপত্তা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, তেল বিতরণের সময় অনেক ভীড় ছিল। মানুষদের মধ্যে তর্কাতর্কি শুরু হলে নিরাপত্তা বাহিনী গুলি ছোড়ে। একটি গুলি ট্যাংকারে বিদ্ধ হলে বিস্ফোরণের ঘটনা ঘটে।

অবশ্য স্থানীয় টেলিভিশন চ্যানেল আল জাদিদ জানিয়েছে, এক ব্যক্তির লাইটার থেকে ট্যাংকারে আগুন ধরে যায়।
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়