ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘কাবুলে ভারতীয় দূতাবাসে কোনো লুটপাট হয়নি’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ২০ আগস্ট ২০২১   আপডেট: ১৭:২০, ২০ আগস্ট ২০২১
‘কাবুলে ভারতীয় দূতাবাসে কোনো লুটপাট হয়নি’

আফগানিস্তানে ভারতীয় দূতাবাস এবং কনস্যুলেটে তালেবানি তাণ্ডবের কথা অস্বীকার করেছেন কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মীরা। তাদের দাবি, আফগানিস্তানের কোথাও ভারতের কোনো দফতরে লুটপাট, তল্লাশি হয়নি।

আরও পড়ুন: ভারত সরকারের বন্ধুত্ব চাইলো তালেবান

আরো পড়ুন:

শুক্রবার (২০ আগস্ট) আনন্দবাজার অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, কাবুল দখলের পর থেকে ভারতের সঙ্গে বন্ধুত্ব রাখার কথা বলে এসেছে তালেবানরা। কিন্তু গত কয়েক দিনে যে অস্থিরতার ছবি উঠে এসেছে, কাবুলসহ গোটা দেশ থেকে, তাতে দিল্লির পক্ষ থেকে ভারতীয় দূতাবাস খালি করে দেওয়া হয়েছে। এরপর শুক্রবার (২০ আগস্ট) সকালে কান্দাহার, হেরাট এবং মাজার-ই-শরিফে ভারতীয় কনস্যুলেটে ঢুকে তাণ্ডব চালিয়েছেন তালেবানরা। 

আফগানিস্তানে ভারতের মোট ৪ টি দূতাবাস রয়েছে। তালেবানের দখলে চলে যাওয়ার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে দিল্লিতেও। কিন্তু ওই দূতাবাসগুলোতে কর্মরত স্থানীয় কর্মীরা সেই অভিযোগ খারিজ করে দিয়েছেন।

এর আগে,তালেবান নেতৃত্বও জানিয়েছিলেন, যোদ্ধাদের সমস্ত দূতাবাস থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন তারা। সেখানকার গাড়ি, সম্পত্তি, নথিপত্র এ সব থেকেও সবাইকে দূরে থাকতে বলা হয়েছে বলে জানান তালেবান নেতারা।

সূত্র: আনন্দবাজার

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়